ads
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কোচিংয়ের আইডি কার্ড নিয়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার নিউমার্কেট এলাকায় আবারও মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ড নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির জেরে এ সংঘর্ষ ঘটে।

ঘটনার বিষয়ে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

তিনি বলেন, সংঘর্ষ শুরুর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের সামনে সরে যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে।

ডিসি মাসুদ আলম আরও বলেন, “এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ছোটখাটো বিষয় থেকেও উত্তেজনা তৈরি হয়। আমরা দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে আলাপ করবো। এবার আমরা মূল কারণ খুঁজে বের করতে চাই। শিক্ষার্থীদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। তারা যখন মুখোমুখি হয় তখন যেকোনো ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা চাই এই সমস্যার স্থায়ী সমাধান।”

আজকের সংঘর্ষের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। পরদিনও উত্তেজনা দেখা দিলেও পরে তা মীমাংসা হয়। তবে বৃহস্পতিবার নতুন করে সংঘর্ষ বাঁধে। “ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত কারণ জানা যাবে,” বলেন তিনি।

এ ঘটনায় আহত কয়েকজন শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

অন্যদিকে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, দুপুর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু করে। তিনি আরও জানান, ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ আলাপ করেছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।