ads
ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কেমিন অ্যাকোয়াসায়েন্স-এর ‘Zyvanta™ Summit 2025’ অনুষ্ঠিত

কৃৃষি প্রতিবেদক
জুলাই ২০, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হলো কেমিন অ্যাকোয়াসায়েন্স-এর আয়োজনে ‘Zyvanta™ Summit 2025’। সম্মেলনে দেশের খ্যাতনামা মৎস্য বিশেষজ্ঞ, একুয়াকালচার পেশাজীবী, গবেষক এবং খামার উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। ইভেন্টটি সহ-আয়োজনা করে ডক্টর’স এগ্রো ভেট লিমিটেড।

সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কেমিন-এর সিনিয়র ম্যানেজার (সেলস) ড. রাজেশ সিকদার। এরপর কেমিন-এর মার্কেটিং ডিরেক্টর ড. চিন্নাদুরাই সুগুমার “This is Kemin” শীর্ষক উপস্থাপনার মাধ্যমে কোম্পানির বৈশ্বিক ভিশন ও মৎস্য খাদ্য উন্নয়নে ভূমিকা তুলে ধরেন।

সম্মেলনের অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল “Dynamics of Enzymes in Fish Feed Nutrition” শীর্ষক উপস্থাপনা, যা প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. নোরাতাত প্রাচোম। মাছের খাদ্যে এনজাইম প্রযুক্তির ব্যবহার, পুষ্টিগুণ বৃদ্ধি এবং ফিডের কার্যকারিতা বৃদ্ধিতে এই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে তিনি বিশদ আলোচনা করেন।

অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র থেকে ড. বিন্ধু লক্ষ্মীবাই বসন্তকুমারী তার প্রেজেন্টেশন “Enzyme Innovation at Kemin: From Discovery to Intelligent Design” উপস্থাপন করেন। তিনি কেমিন-এর গবেষণাগারে এনজাইম উদ্ভাবন ও উন্নয়ন প্রক্রিয়ার নানাদিক তুলে ধরেন।

সম্মেলনের মূল ফোকাস ছিল কেমিন-এর নতুন উদ্ভাবন Zyvanta™। এটির উপর “Zyvanta™ – Beyond Nutrition” শীর্ষক উপস্থাপনা দেন ড. বার্নার্ড জয়, প্রোডাক্ট ম্যানেজার II। মাছের স্বাস্থ্যের উন্নয়ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং টেকসই চাষের জন্য Zyvanta™-এর ভূমিকা তুলে ধরেন তিনি। পরবর্তীতে “Zyvanta™ – Application Technology” উপস্থাপন করেন মি. মনব সমন্ত, রিজিওনাল বিজনেস ম্যানেজার – millSMART™, যেখানে বাস্তব খামার ব্যবস্থাপনায় Zyvanta™ ব্যবহারের কৌশল আলোচনা করা হয়।

সম্মেলনের শেষ অংশে অনুষ্ঠিত হয় একটি প্রশ্নোত্তর পর্ব, যেখানে বক্তারা অংশগ্রহণকারীদের সরাসরি প্রশ্নের উত্তর দেন। এই প্যানেল আলোচনায় অংশ নেন ড. নোরাতাত, ড. বিন্ধু, ড. বার্নার্ড, মি. মনব এবং ড. এম. রাজালক্ষ্মী, ডিরেক্টর – R&D।

সমাপ্তি পর্বে কেমিন-এর রিজিওনাল ডিরেক্টর – সাউথ এশিয়া, মি. কৃষ্ণান পি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সম্মেলনে অংশগ্রহণকারী সকল অতিথি, বিশেষজ্ঞ এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

‘Zyvanta™ Summit 2025’ শুধুমাত্র একটি প্রযুক্তিনির্ভর আয়োজন নয়, বরং এটি কেমিন-এর উদ্ভাবনী অঙ্গীকার ও বাংলাদেশের মৎস্যখাতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।

এছাড়াও অনুষ্ঠানে ডা. গোলাম মোর্শেদ কেমিন বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার, ডক্টরস এগ্রোভেট লি. এর ডিরেক্টর ডা. তুষার চৌধুরী সহ ডক্টরস এগ্রোভেট লি. এর উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদ লাইভ/কৃষি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।