ads
ঢাকাশনিবার , ২৬ এপ্রিল ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কৃষিবিদ শামসুজ্জামান রতনের ইন্তেকাল: বাকৃবিতে শোকের ছায়া

বাকৃবি প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডেপুটি রেজিস্ট্রার, কৃষিবিদ শামসুজ্জামান রতন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর।

আজ শনিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বাকৃবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কৃষিবিদ শামসুজ্জামান রতন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার দুঃসময়ের একজন সাহসী, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি বাকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক এবং এ্যাব ও কেআইবির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের সমস্ত দোষ-ত্রুটি ক্ষমা করে নেক আমল গুলো কবুল করে জান্নাতের উঁচু মাকাম দান করেন।”

কৃষিবিদ শামসুজ্জামান রতনের মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। তার কর্মনিষ্ঠা, সততা এবং ছাত্র ও শিক্ষক সমাজের প্রতি আন্তরিকতা সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। তার মৃত্যুতে বাকৃবিতে আজ শোকের মাতম বিরাজ করছে। বহু শুভানুধ্যায়ী তার বাসভবনে ভিড় করছেন এবং গভীর শোক প্রকাশ করছেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।