বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, কৃষকের স্বার্থে কাজ করাই কৃষিবিদদের প্রধান দায়িত্ব। কৃষকের কল্যাণ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কৃষি খাতে উন্নয়ন ও উৎপাদন বাড়ানোর মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব। কৃষিবিদদের উচিত এমন পরিকল্পনা গ্রহণ করা, যা কৃষকদের সর্বোচ্চ লাভবান করবে।”
সোমবার (৩ ডিসেম্বর ২০২৪) রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলটি বিসিএস (কৃষি) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ উইং-এর অতিরিক্ত পরিচালক মরহুম এ কে এম হেদায়েত উল্লাহ চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃষিবিদ শামীম বলেন, “মরহুম হেদায়েত উল্লাহ চৌধুরীর মতো আত্মনিবেদিত ব্যক্তিত্বরা কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার দেখানো পথ অনুসরণ করে সকল কৃষিবিদকে কৃষি উন্নয়ন ও কৃষকের কল্যাণে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “কৃষির আধুনিকায়ন এবং কৃষি উৎপাদনের সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম। তিনি বলেন, “কৃষি খাত আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতকে এগিয়ে নিতে হলে কৃষিবিদদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কৃষকের প্রয়োজন ও সমস্যা বুঝে তাদের সহায়তা করাই আমাদের প্রধান কাজ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কৃষিবিদ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা মরহুম এ কে এম হেদায়েত উল্লাহ চৌধুরীর স্মৃতিচারণ করেন এবং তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া মাহফিল শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা কৃষি খাতে মরহুমের অবদানের প্রশংসা করেন এবং তার ন্যায় কাজ করার জন্য উপস্থিত কৃষিবিদদের অনুপ্রাণিত করেন।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com