কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেনের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৫ টায় বাকৃবির আব্দুল জব্বার মোড়ে ওই মানববন্ধন করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। পদত্যাগের পাশাপাশি অধ্যাপক জাকিরের মাধ্যমে হওয়া সকল নিয়োগেরও বাতিলের দাবি জানান তারা।
মানববন্ধনকারীদের অভিযোগ, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ‘শেখ হাসিনাতেই আস্থা’ স্লোগান দিয়ে আওয়ামীপন্থী শিক্ষক ও কর্মকর্তাদের মিছিলের নেতৃত্ব দেন অধ্যাপক এ. কে. এম. জাকির হোসেন।
মানববন্ধন চলাকালীন কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী আলিফ মোহাম্মদ শাহরিয়ার বলেন, রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন টেন্ডারবাজী, নিয়োগবাণিজ্যের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন অধ্যাপক জাকির। শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে গিয়ে তিনি শান্তি মিছিল করেছেন। এতকিছুর পরেও তাকে কুড়িকৃবির উপাচার্যের পদে বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই। আমরা দ্রুত তার পদত্যাগের দাবি জানাচ্ছি।
মানববন্ধন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারী ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) স্নাতকোত্তর শিক্ষার্থী মেজবাউল হক বলেন বলেন, যেসময় ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে খুন করা হচ্ছিলো সেসময় ‘শেখ হাসিনাতেই আস্থা’ স্লোগান দিয়ে আওয়ামীপন্থীদের শান্তি মিছিলের নেতৃত্বের দিয়েছেন তিনি। স্বৈরাচারের এরকম পর্যায়ের দোসর কিভাবে এখনও একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বহাল থাকতে পারে এর কোনো যৌক্তিক কারণ আমরা খুঁজে পাচ্ছি না। আমরা চাই তিনি অবিলম্বে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে পদত্যাগ করবেন। ছাত্রজনতার রক্তের সাথে বেঈমানী করে তিনি যে শান্তি মিছিলে অংশ নিয়েছেন, একারণে তাকে প্রকাশ্যে বাকৃবির সকলের কাছে ক্ষমা চাইতে হবে।
মানববন্ধকারীরা আরও বলেন, ছাত্র জনতার রক্তে অর্জত এই স্বাধীন দেশে স্বৈরাচারের কোনো প্রেতাত্মার জায়গা হবে না৷ ফ্যাসিবাদী সরকারের দোসর হওয়ার পরে অধ্যাপক জাকিরের এত গুরুত্বপূর্ণ পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। ছাত্রজনতার সাথে বেঈমানী করার পরে তিনি শিক্ষক হওয়ার যোগ্যতাও রাখেন না। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বাকৃবি ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।
মানববন্ধনের একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা আলটিমেটাম জানিয়ে বলেন, অধ্যাপক জাকির অবিলম্বে উপাচার্যের পদ থেকে সরে না আসলে তাকে ভবিষ্যতে বাকৃবি ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।


