কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর দল লিবারেল পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে ৫৩ বছর বয়সী ট্রুডো জানান, “আমি পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর পার্টির নেতা ও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”
CNN এর তথ্যমতে, কানাডার পার্লামেন্ট আগামী ২৪ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে, যতক্ষণ না নতুন নেতা নির্বাচিত হন। ট্রুডো জানান, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
এ ঘোষণার মধ্য দিয়ে ট্রুডোর দীর্ঘ রাজনীতিক জীবনের একটি অধ্যায় শেষ হতে চলেছে।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


