কানাডার রাজনীতিতে দীর্ঘদিন ধরে চাপে থাকা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে। বিরোধীদলগুলোর সমালোচনা এবং নিজ দলের ভেতর থেকেই তার পদত্যাগের দাবি ওঠায় এ সিদ্ধান্ত নিতে পারেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রুডো শিগগিরই লিবারেল পার্টির নেতা হিসেবে তার পদত্যাগের ঘোষণা দিতে পারেন।
রয়টার্সের সূত্র মতে, সোমবারের মধ্যে ট্রুডো তার পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে তিনি ঠিক কবে পদত্যাগ করবেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বুধবার অনুষ্ঠিতব্য জাতীয় ককাস বৈঠকের আগেই তিনি এ ঘোষণা দেবেন।
এ বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ট্রুডো তার পদ ত্যাগ করবেন নাকি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, এ বিষয়টি এখনও স্পষ্ট নয়।
এদিকে, ট্রুডোর সম্ভাব্য পদত্যাগের ফলে লিবারেল পার্টি একটি গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বশূন্য হয়ে পড়বে। চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠেয় নির্বাচনে লিবারেল পার্টির পরাজয়ের পূর্বাভাস দিচ্ছে সাম্প্রতিক জরিপগুলো। তবে ট্রুডোর পদত্যাগের পর দ্রুত নির্বাচনের আহ্বান জানানো হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।


