ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কাতারে ইসরায়েলের হামলায় দুজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলের বিমান হামলায় দুজন নিহত হয়েছেন। হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন হিমাম আল-হায়া। তিনি হামাসের গাজা শাখার নেতা খালিল আল-হায়ার ছেলে। অপর নিহত জিহাদ লাবাদ ছিলেন খালিল আল-হায়ার দপ্তরের পরিচালক। অন্যান্য ফিলিস্তিনি এতে প্রাণ হারাননি।

হামাসের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, হামলার সময় তাদের নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠক করছিলেন। তবে শীর্ষস্থানীয় নেতারা নিরাপদে রক্ষা পেয়েছেন।

একটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হামাসের নেতারা, যার মধ্যে খালিল আল-হায়াও ছিলেন। তিনি গাজা প্রধানের পাশাপাশি প্রধান আলোচকের দায়িত্বও পালন করছেন।

হামলার পর দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। লেগতিফিয়া পেট্রোল স্টেশনের পাশে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে। ওই পেট্রোল স্টেশনের পাশে ছোট একটি আবাসিক কম্পাউন্ডে হামাসের নেতারা অবস্থান করেন। দখলদার ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই কাতারের আমিরি গার্ড সেখানে ২৪ ঘণ্টা পাহারা দিচ্ছে।

হামলার পরে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। হামাসের অনেক নেতা দোহায় বাস করে এবং এখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন।

সূত্র: রয়টার্স

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।