বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত “প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির।
জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং লেকচারার তানিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন কৃষি অনুষদের ডিন অফিসের জুনিয়র ক্লার্ক মো. মোখলেছুর রহমান, বায়োটেকনোলজি বিভাগের ল্যাবরেটরি টেকনিশিয়ান আব্দুর রউফ এবং উদ্যানতত্ত্ব বিভাগের ট্রাক্টর ড্রাইভার ওবায়দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন,
“প্রশিক্ষণের মাধ্যমে আপনারা নতুন কিছু শিখেছেন, যা বিশ্ববিদ্যালয়ের কাজে সুন্দরভাবে প্রতিফলিত করতে হবে। যারা সময় ও নিয়মানুবর্তিতা মেনে দায়িত্ব পালন করেন, যাদের আচরণ, দক্ষতা ও স্মার্টনেস বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখে—তাদের আমরা পুরস্কৃত করব। একইসঙ্গে দায়িত্বে ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও মর্যাদা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে উপাচার্য প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার, কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. বেনতুল মাওয়া, বাউএক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন-১) ড. এ. কে. এম. মাহবুবুর রশীদ গোলাপ, অধ্যাপক এ কে এম রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান ফৌজিয়া আক্তার, অধ্যাপক ড. মোছা. জান্নাতুন নাহার মুক্তা, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমেদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে বাকৃবির বিভিন্ন অনুষদ ও দফতরের ৩০ জন কর্মচারী অংশগ্রহণ করেন।


