তুমি যখন আমার শহরে
ফাহমিদুর রহমান
তুমি যখন আসবে আমার এ শহরে
শুধু নামে নয়;
মহারানী ভিক্টোরিয়ার মতোই আসবে।
যে যেখানে থাকুক না কেন
তোমাকে একনজর দেখার জন্য;
তোমাকে নতমস্তকে কুর্নিশ করার জন্য
দলে দলে সবাই ছুটে আসবে,
আর তুমি হতবাক হয়ে তাকিয়ে থাকবে সেদিকে;
যেন তোমার অধীনে এ শহর তুমিই সেখানের
সত্যিই রানী।
তোমার আগমনী বার্তায় সারা শহর জুড়ে
সাজ সাজ একটা রব দেখা যাবে,
কোথাও কোনো মলিনতা থাকবে না
শব্দদূষণ থাকবে না
কোনো ঝুটঝামেলাও থাকবে না
একমুহূর্তে ট্রাফিকজ্যাম উধাও হয়ে যাবে
ট্রাফিক পুলিশও যেন তাদের কর্তব্যের প্রতি
একটু বেশিই সচেতন হয়ে পড়বে।
আমি সবিষ্ময়ে তোমাকে লক্ষ্য করবো
কিন্তু সেদিকে তোমার কোনো ভ্রুক্ষেপ থাকবে না,
শহরের রাজপথ ধরে আপনমনে
হেঁটে চলেছো তো চলেছোই
এ চলার কোনো শেষ নেই কোনো সীমা নেই.. .!
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


