আওয়ামী লীগের জন্ম ১৯৪৯ এর জুন ২৩ শে;
ঢাকায় টিকাটুলির ঐতিহাসিক "রোজ গার্ডেন" প্যালেসে।
৭৪ বছরের অজস্র গৌরবদীপ্ত ইতিহাস নিয়ে;
সঙ্কটকালে জনতার ঠিকানা ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে।
নানান প্রতিকূলতা শত সংগ্রামে উত্তীর্ণ হয়ে;
অসামান্য অবদান রেখেছো বাংলাদেশের অভ্যুদয়ে।
ভাসানী, সোহারাওয়ার্দী, বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনার অবদান;
ভালোবাসা, আস্থা, বিশ্বাসে জনগণের জয়গান।
গণমানুষের আশা ভরসার একমাত্র দল,
অসাম্প্রদায়িক চেতনা, বিশ্বাসের আশ্রয় স্থল।
দারিদ্র্যপীড়িত, তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ অতীত;
হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধির প্রতীক।
বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ডিজিটাল অগ্রযাত্রায়;
হবে উন্নত স্মার্ট বাংলাদেশ পুরোমাত্রায়।
আওয়ামী লীগের কান্ডারী হাসিনার হাতে থাকলে দেশ;
শত বাধাতেও পথ হারাবে না বঙ্গবন্ধুর বাংলাদেশ।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com