চে’ র মত | আর্শিনা ফেরদৌস
একটা যুদ্ধের প্রয়োজনে রুক্ষ মরুভূমির পাহাড়ি পথ
এঁকেবেকে যেতে দুপাশে ভরেছে কলালক্ষ্মীর মত আগাছা
অশান্ত পৃথিবীটাকে আরও শেখানো বাকি
সভ্য হয়ে বন্য রুপ অথর্ব করে নিঃশ্বাস
বুকের ভেতর হাট বসায় নাগরিক অধিকার,
সামাজিকতা, যদি জানতাম চেগুয়েভেরা কে কি চেয়েছিলেন
কেন তিনি ঝলসে উঠে নিভিয়ে দেয়া হয়েছিল
তাদের কি লক্ষ্য ছিল নিশ্চয়ই কোন ভালোবাসা নয়
বাকি সব ভেতর ভেঙে আকণ্ঠ আয়োজন জমাট বাঁধা বরফের মতো
এক একটা যুদ্ধের আইটেম কালানিকেশভ,
মিসাইল নিউক্লিয়ার রিয়াকশন শান্তি আনন্দ দিতে।
অসহায়ের পাশে থাকা আনন্দ
তা যদি তারা জানতো।
সাহিত্য/সংবাদ লাইভ
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


