বাবা, তুমি আরেকটু ভাল চাকরি করতে পারলে না?
খোকা, চাকরিটা নিতেও আমার অনেক হয়েছে দেনা।
বাবা,তোমার জন্য তো বন্ধুবান্ধবের কাছে ছোট হতে হয়।
কাজ করে ভাত খাই অন্যের কথার কেন এত ভয়?
বাবা, অনেক বাকি পড়েছে স্যার চেয়েছে স্কুলের ফিস।
এই মাসে একটু সংকটে আছি সামনে মাসে দিস?
বাবা, বন্ধুরা সব পিকনিকে যাচ্ছে, আমি একটু যাই?
তারচেয়ে বরং সবাই মিলে বাড়িতেই ভালোমন্দ খাই?
বাবা,ওরা সবাই সাইকেল নিয়ে আসে, আমার হেঁটে যেতে লাগে কষ্ট!
ভাবছি, তোরেও একটা কিনে দেব মাটির ব্যাংকটা করে নষ্ট।
বাবা, আমার তুলে রাখা শার্টটা খেয়েছে তেলাপোকা।
এই মাসে তো তোর বোনের ফর্মফিলাপ রে বোকা।
বাবা,বলো তো কত্তদিন হলো গলদা চিংড়ি খাইনে!
এইমাসে ঠিক নিয়ে আসব হাতে আসুক মাইনে।
বাবা, জুতোটা তো একদম ছিড়ে গেছে, পাল্টাচ্ছো না কেন?
না রে খোকা আরো কয়েকমাস ঠিকঠাক চলে যাবে যেন।
বাবা,আর কতদিন সান্তনা, প্রতিশ্রুতি আর স্বপ্নের উদ্ভাবন?
একেই তো বলে খোকা মধ্যবিত্ত জীবন।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com