আমাদের কথপোকথন | ফাহমিদুর রহমান
তুমি জানতে চেয়েছিলে কেন আমি
কালো পোশাকে;
কালো তো শোকের বার্তা বহন করে!
বলেছিলাম আমি তো শোকাহত,
কাছে থেকেও তুমি আমার কাছ থেকে
লক্ষ যোজন দূরে
আর তাই এই কালো পোশাক।
তুমি বললে তোমার শরীর বিধ্বস্ত;
আমার কি দোষ!
বলেছিলাম মন তো বিধ্বস্ত হয়নি
আগের মতোই সতেজ,
তুমি আবার বললে মন দিয়ে কী হবে?
অথচ দেখো সেই মনের জোরেই
আজ আমি
ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছি…!
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


