অষ্টাদশী | ফাহমিদুর রহমান
গতকাল রাতে এক অষ্টাদশী আমাকে
ফিসফিস করে বললো-
‘কবি, তুমি তো কতকিছু নিয়েই কবিতা লেখো,
আমাকে নিয়ে একটা কবিতা লেখো না কেন?
হোক না সেটা সাদামাটা তবুও লেখো
একটা প্রেমের কবিতা!’
তাকে বলেছি- ‘তুমি তো আমার কবিতা
হয়েই আছো,
এখন শুধু কাগজেকলমে লেখাই বাকি
তাও নাহয় লেখে ফেলা যাবে কোনো একসময়’…
সেকথা শুনে তার কি যে হাসি
সেই হাসির ধ্বনি প্রতিধ্বনিত হয়ে পৌঁছে গেছে
দশদিগন্তে।
আর আমি সেই থেকে ক্লান্তিবিহীন
একের পর এক প্রেমের কবিতা লেখে চলেছি…!
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


