ফাহমিদুর রহমান
জ্যোৎস্না প্লাবিত এমন মায়াময় রাতে
আমি তোমাকে অভিশাপ দিচ্ছি,
দিনের শেষে সারাদিনের হিসাব মিলাতে গিয়ে
কিছুতেই আর মিলাতে পারবে না।
বাঙলাদেশের দুর্দান্ত খেলা তোমাকে একাই
দেখতে হবে,
পাশে পাবে না তোমার কাঙ্ক্ষিত মানুষ!
চায়ের কাপে চুমুক দেয়ার আগেই দেখবে
জুড়িয়ে গেছে চা।
মাঝরাতে শ্বাসকষ্ট হলে কিছুতেই খুঁজে পাবে না
ইনহেলার কিম্বা নেবুলাইজার,
তখন নিজেই নিজের মৃত্যু কামনা করবে!
তোমার কাছের মানুষগুলো তোমাকে ভুল বুঝবে
অথচ কারো ভুল ভাঙাতে পারবে না,
লোডসেডিংয়ের নিকষ কালো অন্ধকারে
বাথরুমে আটকে থাকবে তুমি
এক ফোঁটা পানিও পাবে না;
দু’হাতে শতবার পিঠ হাতড়ে খুঁজে পাবে না ব্রা’র হুক।
তোমার কৃতকর্মের জন্য তোমার মুখের উপর সবাই
ধিক্কার জানাবে,
অথচ কিছুই বলতে পারবে না তাদের!
তুমি শুধুই হতবিহ্বল হবে….!
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


