অজ্ঞাত উপাখ্যান | ফাহমিদুর রহমান
এখন এই অবেলায় এভাবে চলে গেলে
বলো তোমাকে খুঁজবো কোথায়
জানি না কোনো ঠিকানা যেখানে
খোঁজ করা যায়!
না বলে এভাবে কেউ কি কখনো যায়
নাকি গিয়েছে আগে কখনো!
তোমাকে তন্নতন্ন করে খুঁজে গেলাম শুধু
এক একটি গ্রহ থেকে গ্রহান্তরে
চন্দ্র থেকে মঙ্গল পৃথিবীর অলিগলিতে
কোত্থাও তোমার দেখা মিললো না..!
ক্লান্ত পরিব্রাজক ফিরে এলাম শূন্য হাতে ;
তবে কি তোমার বাস কোনো গোপন গ্রহে
যার সন্ধান আজো পাওয়া গেলোনা কিছুতেই..!
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


