নগর কৃষির প্রসার ও টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ বরেছে। বৃহস্পতিবার, ঢাকার বনানী লেকের পাশে কড়াইল বস্তির অনাবাদি জমিতে সবজি চাষের লক্ষ্যে নগর আবাদ গ্রুপকে বিভিন্ন প্রকার সবজির চারা হস্তান্তর করা হয়েছে। এই উদ্যোগটি স্থানীয় বস্তিবাসীদের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে সহায়তা করবে এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্যানতত্ত্ব বিভাগের পক্ষ থেকে জানানো হয়, চারা হস্তান্তরের এ কার্যক্রমের মাধ্যমে নগর কৃষির প্রসারে সহায়তা করার পাশাপাশি বস্তিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা হবে। বিশেষজ্ঞরা বলেন, “শহরের অনাবাদি স্থানগুলোকে সবজি চাষে ব্যবহারের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, স্থানীয় খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য আমদানির ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব।”
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, কড়াইল বস্তির লেকের পাশে যেসব জমি অনাবাদি পড়ে ছিল, সেগুলোতে সবজি চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণ অল্প খরচে স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদন করতে পারবেন। এতে তাদের খাদ্য ব্যয়ের পরিমাণ কমে আসবে এবং অতিরিক্ত উৎপাদিত সবজি বিক্রি করে আয়ের নতুন উৎস তৈরি হবে।

নগর আবাদ গ্রুপের একজন স্বেচ্ছাসেবক জানান, “এটি আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক একটি উদ্যোগ। আমরা এই চারা রোপণ করব এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে লেকের পাশে সবুজের সমারোহ গড়ে তুলতে চাই।”
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের একটি সূত্র জানায়, এ ধরনের প্রকল্প শুধু কড়াইল বস্তিতে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য এলাকাতেও এই উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বস্তিবাসীদের প্রশিক্ষণ প্রদান, বীজ ও চারা সরবরাহ এবং নিয়মিত তদারকির মাধ্যমে উদ্যোগটি সফল করতে কাজ করা হবে।
উল্লেখ্য, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং নগর আবাদ গ্রুপ একযোগে টেকসই কৃষি উন্নয়নের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি শুধু বস্তিবাসীদের জন্য নয়, বরং পুরো শহরের পরিবেশ ও সমাজের জন্য একটি অনুকরণীয় মডেল হয়ে উঠতে পারে।


