ads
ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এ্যাব–নার্সসাব মতবিনিময় সভায় পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা

সংবাদ লাইভ
ডিসেম্বর ১১, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

১০ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), ফার্মগেট, ঢাকা’র সেমিনার কক্ষে-১ এ এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর নবগঠিত নেতৃবৃন্দের সঙ্গে নার্স সায়েন্টিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (নার্সসাব)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের কৃষি গবেষণা খাতের ১২টি প্রতিষ্ঠানের বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহণ করে গঠনমূলক মতামত প্রদান করেন – বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।

বিজ্ঞানীদের পক্ষ থেকে এ্যাব-এর সিনিয়র নেতৃবৃন্দের নিকট কৃষি গবেষণা সিস্টেমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কয়েকটি যৌক্তিক দাবি উপস্থাপন করা হয় এবং এ সকল দাবি বাস্তবায়নে তাদের সহযোগীতা ও সমর্থন কামনা করা হয়। নার্সসাব-এর আহবায়ক ড. মো. মসিউর রহমান, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর  সভাপতিত্বে সভায় এইচ এম সাইফুল্লাহ আজাদ, পিএসও দূর-দূরান্ত থেকে আগত বিজ্ঞানীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

গঠনতন্ত্র অনুযায়ী, গত ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকায় অনুষ্ঠিত সাধারণ পর্ষদের সভায়, নার্সভূক্ত বিভিন্ন ইনস্টিটিউটের বিজ্ঞানীদের উপস্থিতিতে সর্বসম্মত প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২ অনুযায়ী জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (NARS)-এর আওতাভুক্ত ১৪টি গবেষণা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ফসল, গবাদিপশু, হাঁস-মুরগি, মাৎস্য ও অন্যান্য উপখাতে উদ্ভাবনী প্রযুক্তি, উচ্চ ফলনশীল জাত এবং আধুনিক কৃষি সমাধান উদ্ভাবনের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। উক্ত ১৪টি গবেষণা প্রতিষ্ঠান ও বারটানের বিজ্ঞানীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান-বিনিময়, পেশাগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ২৮ অক্টোবর ২০২৫ তারিখে “এনএআরএস সায়েন্টিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (নার্সসাব)” প্রতিষ্ঠিত হয়।

গঠনতন্ত্র অনুযায়ী, গত ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকায় অনুষ্ঠিত সাধারণ পর্ষদের সভায়, নার্সভূক্ত বিভিন্ন ইনস্টিটিউটের বিজ্ঞানীদের উপস্থিতিতে সর্বসম্মত প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে, অদ্য ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সম্মানিত আহবায়ক, সদস্য-সচিব ও সিনিয়র নেতৃবৃন্দের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভায় বিএআরসি, ঢাকা’র সদস্য-পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের ৩৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করেন। কমিটিতে আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মোঃ মসিউর রহমান, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (বিএআরআই) এবং সদস্য-সচিব হিসেবে ড. মোঃ আল-মামুন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বিজেআরআই)। যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোঃ গোলাম মাহবুব, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (বিএআরসি); এইচ এম সাইফুল্লাহ আজাদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (তুলা উন্নয়ন বোর্ড); ড. এ কে এম রাশেদুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বিএসআরআই); ড. ছাদেক আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বিএলআরআই); ড. মোঃ গোলাম কিবরিয়া ভূঁইয়া, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বিআরআরআই) ও ড. মো. মোস্তফা খান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বিডাব্লিউএমআরআই)।

সভায় নার্সসাব-এর গঠন, উদ্দেশ্য ও কার্যাবলি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন ড. মো. গোলাম মাহবুব, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএআরসি। সভায় আরও উপস্থিত ছিলেন ড. শাহ মো. মনির হোসেন, ড. ফরিদুল আলম, ড. মো. আমিরুল ইসলাম, ড. এ. কে.এম.শাহাদাৎ হোসেন, ড. মোহাম্মদ আশিকুর রহমান, ড. মো. রাকিবুল হাসান, ড. মো. মমতাজ আলী, ড. সুইটি শাহিনূর, ড. মো. শামসুল আরেফীন, ড. মো. আশাদুল আলম, ড. মো. জহির উল্লাহ, ড. মো. নূরুল হুদা আল মামুন, ড. মো. শরীফুল ইসলাম ও ড. ফারুক আহমেদসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের স্বনামধন্য বিজ্ঞানীবৃন্দ।

নার্সসাব-এর সদস্য-সচিব ড. মো. আল-মামুন, পিএসও এর সঞ্চালনায় সভায় এ্যাব-এর আহবায়ক ড. কামরুজ্জামান কায়সার প্রধান অতিথির বক্তব্যে দেশের কৃষি গবেষণা ও বিজ্ঞানীদের সার্বিক কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া বক্তব্য প্রদান করেন এ্যাব-এর সদস্য-সচিব শাহাদত হোসেন বিপ্লব, যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন চঞ্চল, ড. শফিকুল ইসলাম শফিক, অধ্যাপক আবুল বাশার এবং সদস্য (দপ্তর) অধ্যাপক জমশেদ আলম।

সংবাদ বিজ্ঞপ্তি/ঢাকা

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।