বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত জোগান থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী চক্র এবং বিগত স্বৈরাচার সরকারের সুবিধাভোগী বাজার সিন্ডিকেট মিলে বর্তমান বাজার বাবস্থাপনাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা মূল্যকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে বাজার কারসাজির মাধ্যমে জনজীবনকে অস্থির করে তুলছে। এ পরিপ্রেক্ষিতে, মেধাবী কৃষিবিদদের সংগঠন “এগ্রিকালচারিস্টস' এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), ঢাকা মহানগর" এর উদ্যোগে রাজধানীর জিগাতলায় কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির আউটলেট উদ্ধোধন হয়। এ কর্মসূচিতে কৃষক ও ভোক্তা উভয়ই উপকৃত হবে। কৃষকের কেমিক্যাল মুক্ত টাটকা কৃষি পণ্য সরাসরি পৌঁছবে ভোক্তার কাছে। উল্লেখ্য, ঢাকা শহরের বিভিন্ন স্থানে আরো আউটলেট পর্যায়ক্রমে উদ্বোধন করা হবে । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ এ্যাবের সভাপতি কৃষিবিদ মো: ফেরদৌস হাওলাদার এবং পরিচালনা করেন দক্ষিণ এ্যাবের সাধারণ সম্পাদক কৃষিবিদ কে আই এফ সবুর। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এ্যাবের সম্মানিত আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও বিএনপির গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এছাড়া, আরও বক্তব্য রাখেন এ্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ শেখ মোহাম্মদ শফি শাওন, প্রফেসর ড. আশাবুল হক আাশা, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কৃষিবিদ কে এম সানোয়ার আলম, ঢাকা জেলার সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদাত পারভেজ, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ শফিকুল ইসলাম নোবেল। উক্ত অনুষ্ঠানে এ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যথাক্রমে কৃষিবিদ আনোয়ার হোসেন মন্জু, কৃষিবিদ ডাঃ তারেকুজ্জামান তারেক, কৃষিবিদ ড. আকিকুল ইসলাম, কৃষিবিদ আমেরুল হক টিপু, কৃষিবিদ কামরুজ্জামান জনি, কৃষিবিদ আক্কাস আলী, কৃষিবিদ লুৎফর রহমান মৃদুল, কৃষিবিদ ওসমান গনি তুহিন, কৃষিবিদ আমির ফয়সাল, কৃষিবিদ শরীফ হোসেন, কৃষিবিদ রাকিব, কৃষিবিদ বনি, কৃষিবিদ জাকির হোসেন, কৃষিবিদ রিজভী মাসুম ফারুক লিংকন, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি আজাদ হোসেন, যুগ্ন সম্পাদক কৃষিবিদ জাহিদ, কৃষিবিদ নিয়াজ মোর্শেদ, মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ রেদোয়ান রিশাদ, বগুড়া এ্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ এইচ এম নিয়াজ মোর্শেদ, সাবেক ছাত্রনেতা কৃষিবিদ ফয়সাল কবির রাজীব, শেকৃবির ছাত্রদল নেতা শরীফ জিল্লুর মেলিনসহ ডিএই, প্রাণিসম্পদ অধিদপ্তর, বিজেআরআই, বিএডিসি ও শেকৃবির বিভিন্ন পর্যায়ে পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com