ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে পুলিশের হামলা: নিন্দা নোবিপ্রবি সাদা দলের

মাহী ছিদ্দীকী সিয়াম, নোবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৫ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও পানি কামান ব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিএনপিপন্থী শিক্ষক সংগঠন নোবিপ্রবি সাদা দল।

শুক্রবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবির আন্দোলনে পুলিশের এ নির্মম আচরণ আমাদের ব্যথিত করেছে। এ ঘটনা শুধু অমানবিকই নয়, গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের শিক্ষক সমাজের দীর্ঘদিনের ন্যায্য দাবি মূল বেতনের ২০ শতাংশ বৃদ্ধি, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ নির্ধারণ এগুলো অবিলম্বে বাস্তবায়ন করা উচিত। সাদা দল মনে করে, এ দাবিগুলো শুধু যৌক্তিকই নয়, শিক্ষকদের মর্যাদা ও জীবনের নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

সংগঠনটি শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের মানসিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।

নোবিপ্রবি সাদা দলের বিবৃতিতে বলা হয়, আমরা শিক্ষকদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানাই। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত হবে আলোচনার মাধ্যমে তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিরসন করা। শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করলেই কেবল শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতা ও শ্রদ্ধার সংস্কৃতি ফিরে আসবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।