ads
ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এবারের বিপিএলে সেরা পারফর্মার যারা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

দেখতে দেখতে দশম বিপিএল শেষ পর্যায়ে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ৪৫টি খেলা মাঠে গড়িয়েছে। বাকি রয়েছে শুধু আসরের ফাইনাল। আগামী ১ মার্চ শিরোপা নির্ধারনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিটি এ টুর্নামেন্টের।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। খেলা দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

দশম বিপিএলের ফাইনালকে পাখির চোখ করে রেখেছেন ক্রীড়াপ্রেমীরা। কেননা বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে অভিজ্ঞতায় পরিপূর্ণ বরিশাল। কুমিল্লার জার্সিতে দেখা যাবে লিটন দাস, তাওহীদ হৃদয়, আন্দ্রে রাসেল ও মঈন আলীদের মতো তারকা ক্রিকেটারদের। অপরদিকে তাদের চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে আছেন বরিশালের তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ ও ডেভিড মিলাররা। শিরোপার লড়াইয়ে কেউই যে ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়ই।

এদিকে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই জমে উঠেছে সমর্থকদের কথার লড়াই। ক্রিকেটপাড়া থেকে সামাজিক মাধ্যম সবখানেই আলোচনা, কার হাতে উঠছে এবারের শিরোপা। পঞ্চমবারের মতো কুমিল্লা নাকি প্রথমবারের মতো বরিশাল হবে চ্যাম্পিয়ন, এখন সেটিই দেখার বিষয়। তবে সেই উত্তর জানতে দুদলের মাঠের লড়াই পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

এবারের বিপিএলে পারফরম্যান্সের বিবেচনায় বিদেশিদের ছাপিয়ে ব্যাটে-বলে রীতিমতো চমক দেখিয়েছেন দেশিরা। ব্যাট হাতে রানের ফোয়ারা ফোটানোর পাশাপাশি বল হাতে আগুনও ঝরিয়েছেন দেশি ক্রিকেটাররা। শিরোপা নির্ধারনী মঞ্চে যাওয়া আগে একনজরে দেখে নেয়া যাক চলতি বিপিএলের সেরা পারফর্মার মসনদ দখলে রেখেছেন কারা?

আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক

এবারের আসরে ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ কথাটি হয়তো তামিম ইকবালের সঙ্গে বেশ মানানসই। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসরের ফাইনালে তুলেছেন। সেই সঙ্গে ব্যাট হাতে শাসন করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে আছেন বাঁহাতি এ ব্যাটার।

এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ৪৫৩ রান করেছেন তামিম। অবশ্য তার ঘরে নিঃশ্বাস ফেলছেন কুমিল্লার তাওহীদ হৃদয়। তামিমের চেয়ে ৬ রান পিছিয়ে আছেন তিনি। তাদের দলগুলো ফাইনালে মুখোমুখি হবে। হয়তো সেদিনই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক কে হচ্ছেন তা জানা যাবে।

সেরা উইকেট শিকারি

এবারের বিপিএলে দল হিসেবে মোটেও ভালো করেনি দুর্দান্ত ঢাকা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে দলটির ক্রিকেটাররা বেশ উজ্জ্বল ছিলেন। সেই ধারাবাহিকতায় গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পরও সেরা উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছেন শরিফুল।

১২ ম্যাচ খেলে ২২ উইকেট নিয়ে সবার ধরা-ছোঁয়ার বাইরে শরিফুল। তাকে অবশ্য চোখ রাঙাচ্ছিলেন রংপুরের সাকিব আল হাসান। কিন্তু তার দল কোয়ালিফায়ার থেকে বিদায় নেয়ায় শরিফুলের হাতেই উঠছে সেরা উইকেট শিকারির পুরস্কার।

সবচেয়ে বেশি ছক্কার মালিক যিনি

দশম বিপিএলে তাওহীদ হৃদয়ের ব্যাট চলেছে যোদ্ধার তরবারির মতো। আসরের শুরুতে স্রেফ নিজের ছায়া হয়ে থাকলেও দ্রুতই ব্যাট হাতে ভয়ংকর রূপ দেখান তিনি।

চলমান টুর্নামেন্টে সেরা রান সংগ্রাহক হওয়ার দৌড়ের পাশাপাশি সবচেয়ে বেশি ছক্কাও হাঁকিয়েছেন হৃদয়। এখন পর্যন্ত ২৪ ছক্কা মেরে শীর্ষে আছেন তিনি। তাকে টক্কর দিচ্ছিলেন চট্টগ্রামের তানজিদ তামিম। তবে তার বিদায়ে হৃদয়ই হয়তো আসরের ছক্কা হাঁকানো ব্যাটার হতে যাচ্ছেন।

সর্বোচ্চ বাউন্ডারি হাঁকানো ব্যাটার

এবারের আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান সংগ্রাহক তামিম ইকবাল। সেই সঙ্গে সবচেয়ে বেশি ৫১টি চারও মেরেছেন তিনি।

অপরদিকে ৩৭টি চার মেরে দ্বিতীয় স্থানে লিটন দাস এবং ৩৪টি বাউন্ডারি হাঁকিয়ে তৃতীয় স্থানে রয়েছেন তাওহীদ হৃদয়।

সর্বোচ্চ ফিফটি যার ব্যাটে

গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে দুর্দান্ত ঢাকা। তবে পারফরম্যান্স বিবেচনায় তাদের ক্রিকেটাররা আলো ছড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় দলটির হয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার আলেক্স রস দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। একই সঙ্গে নামের পাশে সর্বোচ্চ ৪ ফিফটি নিয়ে আসর শেষ করেছেন ডানহাতি এ ব্যাটার।

এছাড়া সমান তিনটি করে ফিফটি করেছেন যথাক্রমে জেমস নিশাম, তামিম ইকবাল, লিটন দাস ও মুশফিকুর রহিমরা।

এক বিদেশির সঙ্গে দুই বাংলাদেশি সেঞ্চুরিয়ান

ব্যাট হাতে রীতিমতো ঝলক দেখিয়েছেন দেশি ব্যাটাররা। এবারের আসরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তাওহীদ হৃদয়, তানজিদ তামিম ও উইল জ্যাকস। যার মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ তামিমের (১১৬) দখলে রয়েছে।

ঝুলিতে পাঁচ উইকেট ভরেছেন যারা

দশম বিপিএলে সবমিলিয়ে তিন বোলার পাঁচ উইকেট শিকার করেছেন। যেখানে রংপুর রাইডার্সের দুই বোলার রয়েছেন। বাকি একজন কুমিল্লার।

এখন পর্যন্ত পাঁচটি করে উইকেট শিকার করেছেন যথাক্রমে ইমরান তাহির, আমের জামাল ও আবু হায়দার রনি। এছাড়া চারটি করে উইকেট শিকার করেছেন নাহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভীর ইসলাম ও শরিফুল ইসলাম।

সেরা বোলিং ফিগার

এবারের আসরে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন রংপুরের আবু হায়দার রনি। ফরচুন বরিশালের বিপক্ষে ১২ রান খরচ করে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। যা এবারের এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার।

এ তালিকার দুইয়ে আছেন আমের জামাল। ২৩ রান খরচ করে ৫ উইকেট নেন তিনি। যা তার বিপিএল ক্যারিয়ারের সেরা বোলিং। এরপরেই আছেন রংপুরের আরেক স্পিনার ইমরান তাহির। তিনি ২৬ রানে ৫ উইকেট শিকার করেছেন।

আসরের ‘কিপ্টে’ বোলার

চলমান বিপিএলে সবচেয়ে ‘কিপ্টে’ বোলার হিসেবে তালিকার শীর্ষে আছেন সুনীল নারিন। এখন পর্যন্ত ৪.৪৪ ইকোনোমিতে বল করেছেন এ ক্যারিবীয়ান।

এছাড়া ৪.৬৯ ইকোনোমিতে সামিট প্যাটেল এবং ৪.৭৫-এ বল করেছেন মার্ক দেয়াল। সমান ৪.৭৫ ইকোনোমিতে বল করেছেন কুমিল্লার উইল জ্যাকসও।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।