জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি) নাম নিয়ে আত্মপ্রকাশ করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল। নতুন এ দলে যুগ্ম সদস্য সচিব হয়েছেন মীর আরশাদুল হক।
মীর আরশাদুল হক বলেন, "দিনশেষে আমার পছন্দের জায়গা রাজনীতি। ছাত্র জীবন থেকেই শুরু, বিশেষ করে ক্যাম্পাস জীবন থেকেই বিভিন্ন মাধ্যমে রাজনীতির সাথেই যুক্ত ছিলাম, তখন ভাবতাম ঢাবি ক্যাম্পাসে কিছু করতে পারলে সাধারণ শিক্ষার্থীদের উপকার হবে, দেশের উপকার হবে, মানুষের প্রতি আমার মায়া, ভালোবাসা। গরীব, দুঃখী, সাধারণ মানুষের জন্য আমার মন কাদে, কাউকে কষ্টে দেখলে আমার মন খারাপ হয়। আমি সর্বদা সৎ থাকার চেষ্টা করি, সর্বদা নিজেকে ভালো রাখতে চেষ্টা করি। তারপরও হয়তো ভুল ত্রুটি হয়, তবে শুধরে উঠার চেষ্টা করি দ্রুত।"
জাতীয় নাগরিক পার্টির নতুন এই যুগ্ম সদস্য সচিব আরও বলেন, "যারা দীর্ঘ বছর ধরে আমাকে চিনেন, জানেন তারা আমার সম্পর্কে একটা ধারণা রাখেন, বিশ্বাস রাখেন৷ দিন শেষে আমার চিন্তা চেতনা দেশের জন্য, মানুষের জন্য। আপনাদের আমার উপর সেই বিশ্বাস ধরে রাখব ইনশাআল্লাহ। সেই অবস্থান থেকে আমি সরে যাব না এইটুকু আমি বলতে পারি। দোয়া ও ভালোবাসায় রাখবেন বরাবরের মতো। আমি চেষ্টা করব৷, আলহামদুলিল্লাহ।"
শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।
পরে সন্ধ্যার দিকে দলটির আত্মপ্রকাশ হয়। জুলাইয়ের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন।
এ ছাড়া দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন- সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। ১নং যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছে নুসরাত তাবাসসুমকে ও সদস্য সচিবের পদ দেওয়া হয়েছে আখতার হোসেনকে।
সিনিয়র যুগ্ম সদস্যসচিবের পদ পেয়েছেন তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা এবং ১নং যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। পাশাপাশি হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, নাসীরুদ্দীন পাটোয়ারীকে মুখ্য সমন্বয়ক এবং আব্দুল হান্নান মাসউদ যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com