ads
ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এগ্রো প্রফেশনাল’স অব বাংলাদেশের ইফতার মাহফিলে কৃষি সেক্টরের পেশাজীবীদের মিলনমেলা

কৃষি প্রতিবেদক
মার্চ ১৮, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর উত্তরা হোটেল সি শেলে এগ্রো প্রফেশনাল’স অব বাংলাদেশের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বেসরকারি পর্যায়ের প্রায় আড়াই শতাধিক পেশাজীবী এই আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ আমির হোসেন সানি। সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মুসা তালুকদার চমকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা কৃষি খাতের উন্নয়নে একযোগে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের খাদ্য নিরাপত্তা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, দক্ষ জনবল গঠন ও নীতি সহায়তার বিষয়ে মতামত তুলে ধরেন।

ইফতার মাহফিলটি শুধু ধর্মীয় ও সামাজিক মিলনমেলা ছিল না, বরং কৃষি সংশ্লিষ্ট পেশাজীবীদের পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্ক তৈরির অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। আয়োজনে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং কৃষি শিল্পের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এগ্রো প্রফেশনালস অব বাংলাদেশ মূলত দেশের কৃষি সংশ্লিষ্ট বেসরকারি পর্যায়ের চাকরিজীবীদের জন্য একটি সংগঠন, যা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও নীতি সহায়তার লক্ষ্যে কাজ করছে। সংগঠনটি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ওয়াপসা, বিপিআইএ, বাফিটা, বিপিআইসিসি, আহকাব, ফিয়াব, ব্রিডার্স অ্যাসোসিয়েশন, পেস্টিসাইড অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কৃষি সেক্টরের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করছে।

অনুষ্ঠানে উপস্থিত পেশাজীবীরা একমত হন যে, সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা ছাড়া কৃষি খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সংবাদ লাইভ/ঢাকা

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।