ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এখনো গাজার দিকে এগোচ্ছে সুমুদ ফ্লোটিলার ‘দ্য ম্যারিনেট’ জাহাজ

বিশেষ প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৫ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইসরাইলি বাহিনীর বাধা পাশ কাটিয়ে এখনো অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ছুটছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’। ত্রাণবাহী বহরের অন্যসব জাহাজ আটকাতে পাড়লেও এখন পর্যন্ত পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিকে আটকাতে পারেনি ইসরাইলি নৌবাহিনী। খবর, আলজাজিরার।

সবশেষ তথ্যানুযায়ী, গাজা উপকূল থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে রয়েছে নৌযানটি। জাহাজটিতে রয়েছেন ছয়জন মানবাধিকারকর্মী।

এর আগে, যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা কাটিয়ে উঠতে সক্ষম হয় জাহাজটি। এটি অবরুদ্ধ উপত্যকার দিকে ছুটছে ২ দশমিক এক ছয় নটিকাল মাইল গতিতে।

মূলত, স্টারলিংকের মাধ্যমে এখনো যোগাযোগ রক্ষা করে চলেছে দ্য ম্যারিনেট। এর আগে, সুমুদ বহরের ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টিই জব্দ করে ইসরাইলি বাহিনী।

উল্লেখ্য, পাঁচ শতাধিক মানবাধিকারকর্মীকে ইতোমধ্যেই নেওয়া হয়েছে ইসরাইলের আশদোদ বন্দরে। পরবর্তীতে তাদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে।

 

 

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।