উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার রাত ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার সঙ্গে মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য এবং ব্যক্তিগত কর্মকর্তারা থাকবেন। এছাড়া দীর্ঘ এ যাত্রায় তার সুস্থতা নিশ্চিতে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের ৪ জন চিকিৎসকও সঙ্গে থাকবেন।
লন্ডনে পৌঁছে সেখানকার একটি ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া। সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ডা. জাহিদ। লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করার কথা রয়েছে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের। দেশবাসীর কাছে সুস্থ হয়ে ফেরার জন্য দোয়া চেয়েছেন খালেদা জিয়া।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com