ads
ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

উত্তরায় অনুষ্ঠিত হলো ডুসাউ’র নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব উত্তরা (ডুসাউ)-এর ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ২০২৫’ উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। নবীনদের স্বাগত জানানো এবং বিদায়ী সদস্যদের সম্মান জানাতে আয়োজনটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়। 

শনিবার(২৯ নভেম্বর) উত্তরা বাংলাদেশ ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি এবং সংগঠনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুসাউ-এর উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন এবং রশীদ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলী বখতিয়ার মেহেদী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহুল মল্লিক এবং সাবেক সভাপতি আবু সুফিয়ান জুয়েল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডুসাউ-এর বর্তমান সভাপতি কাজী সিয়াম সাজিদ এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিশির।

ডুসাউ প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক কাজ করে যাচ্ছে উল্লেখ করে কাজী সিয়াম সাজিদ বলেন, ”একতা, বন্ধুত্ব ও মানবতা—এই তিন মূলমন্ত্র নিয়ে ডুসাউ দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রয়োজনে ডুসাউ সদা জাগ্রত। সামাজিক সংগঠন হিসেবে ডুসাউ এর ব্যাপ্তি অনেক। এছাড়াও আত্মউন্নয়ন এবং বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের মাধ্যমে আমরা এই সংগঠনের সদস্যদের অনুপ্রাণিত করি।”

পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল ও প্রাণবন্ত। আলোচনার পাশাপাশি ছিল স্মৃতিচারণ, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনা। সমবেত কণ্ঠে অংশগ্রহণকারীরা সংগঠনের ভবিষ্যৎ পথচলা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।