ইবি প্রতিনিধি:
গাজায় চলমান গণহত্যা বন্ধ এবং নিরীহ মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা ‘মার্চ ফর গাজা’ শীর্ষক পদযাত্রা করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুম্মার পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে পদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা। পদযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিশেষে মসজিদ প্রাঙ্গণে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা ‘ওয়ান-টু-থ্রি-ফোর, জেনোসাইড নো মোর’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’, ‘সেমিলুনার সেমিলুনার, আল-জিহাদ আল-জিহাদ’ ইত্যাদি স্লোগান দেয়।
ইবি শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, ফিলিস্তিনিদের প্রতি নির্যাতনের মূল কারণ মসজিদুল আকসা দখল। আমরা ১৭৫ একরসহ পুরো এলাকার পক্ষে বলি—মসজিদুল আকসার প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য আমাদের রক্ত পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত।
শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুব আলী বলেন, দুই বছরের ব্যবধানে ইজরায়েলি হামলায় ছেষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। এমন নির্দয় নিরীহ মানুষকে এইভাবে নিপীড়িত করা মানবতাবিরোধী। সম্প্রতি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি মানবিক উদ্যোগেও তারা নৃশংসতা চালিয়েছে ও স্বেচ্ছাসেবকদের গ্রেফতার করেছে—এটা ন্যায়সঙ্গত নয়। যারা সুযোগ থাকা সত্ত্বেও নীরব, তাদের উপর আল্লাহর রাগ আসবে; আমরা একজোট না হলে আজ গাজায় যা ঘটছে, কাল তা অন্য কোথাও ঘটতে পারে।
মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান বলেন, আল্লাহ তায়ালা আমাদের দেখাচ্ছেন কীভাবে ফিলিস্তিনি নির্ভয়ে আত্মত্যাগ ও সংগ্রামের মধ্যদিয়ে টিকে আছে। বিশ্বের মুসলমানরা একটি শরীর—তাদের যন্ত্রণাই আমাদেরও যন্ত্রণা। তাই নীরব থাকা ঠিক না; কাঁদতে হবে, সহমর্মিতা দেখাতে হবে, প্রয়োজনে রক্ত ও প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে আমরা পিছপা হব না।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com