ads
ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য

ইবি বাসের চাপায় সড়কে শেষ হল কনস্টেবল হাফিজের জীবন

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে ভাদালিয়া এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকৃত একটি বাস (বাতায়ন) চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় ভাদা‌লিয়া এলাকায় অব‌স্থিত হাইও‌য়ে থানার সাম‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত পুলিশ কনস্টেবল হাফিজুর রহমান (৩০) কুষ্টিয়ার চৌড়হাস হাইও‌য়ে থানায় কর্মরত ছি‌লেন।

ঘটনাস্থ‌লে থাকা চৌড়হাস হাইও‌য়ে থানার উপ–প‌রিদর্শক (এসআই) না‌জির আহ‌ম্মেদ ব‌লেন, ‘সকা‌লে থানার সাম‌নে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কে দা‌য়িত্ব পালন কর‌ছিলেন কন‌স্টেবল হা‌ফিজ। এ সময় কু‌ষ্টিয়ার দিক থে‌কে আসা ইসলামী ‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী বহনকারী বাসটি এক‌টি ট্রাক‌‌কে ওভার‌টেক কর‌তে গে‌লে রাস্তার পা‌শে থাকা পু‌লিশ কন‌স্টেবল হা‌ফিজ‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই তাঁর মৃত্যু হয়।’

কুষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন ব‌লেন, ‘বাস‌টি জব্দ ক‌রে থানায় নেওয়া হ‌য়ে‌ছে। চালক ও সহ‌যোগী পলাতক র‌য়ে‌ছেন। প্রয়োজনীয় কার্যক্রম শেষে লাশ প‌রিবা‌রের কাছ হস্তান্তর করা হ‌বে।’

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।