ads
ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য

ইবির জিয়া হলের গ্রাভিটি ব্লকের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়

মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি
জুলাই ৭, ২০২৫ ১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের দক্ষিণ-পার্শ্ব বিল্ডিং দ্বিতীয় তলার গ্রাভিটি ব্লকের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ৬ শিক্ষার্থীর বিদায় অনুষ্ঠান আয়োজন করেছে ব্লকের আবাসিক শিক্ষার্থীরা।

রবিবার (৬ জুলাই) শহীদ জিয়াউর রহমান হলের ডাইনিংয়ে এ আয়োজন করা হয়।

বিদায়প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আল-মামুন সরকার, কবিরুল ইসলাম কবির, বাংলা বিভাগের রনি হোসেন, সাদ আল মায়াজ, নিরব বিশ্বাস ও ফার্মেসি বিভাগের রুহুল আমিন।

জানা যায়, উক্ত ব্লকে সাদ আল মায়াজ প্রায় ৬ বছর, আল-মামুন সরকার ও কবিরুল ইসলাম কবির প্রায় ৫ বছর, রনি হোসেন প্রায় ৪ বছর, নিরব বিশ্বাস ও রুহুল আমিন প্রায় ৩ বছর অবস্থান করেছেন।

ব্লকের বিদায়ী আবাসিক শিক্ষার্থী সাদ আল মায়াজ বলেন, “এই ব্লকে কেটেছে আমার ছাত্রজীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো। তোমাদের মতো ভাইদের সাথেই ছিল আমার হাসি-কান্না, সংগ্রাম আর ভালোবাসা। আজ বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু মনটা এখানেই পড়ে থাকল।

জুনিয়রদের বলবো—সবসময় একে অপরের পাশে থেকো, সম্মান আর ভালোবাসা দিয়েই সম্পর্কগুলো গড়ে তোলো এবং বিশ্ববিদ্যালয়ে আসার প্রধান উদ্দেশ্য অর্থ্যাৎ পড়াশোনা সবকিছুর আগে প্রাধান্য দিবে। দোয়া করি, তোমরা সবাই জীবনে সফল হও। ব্লকটা আগের মতোই প্রাণবন্ত থাকুক, পরিবার হয়ে থাকুক।”

ব্লকের বর্তমান আবাসিক শিক্ষার্থী আতিয়ার রহমান (২০২২-২৩ শিক্ষাবর্ষ) বলেন, “আমরা ভাইদের থেকে অনেক কিছু শিখেছি। তারা আমাদের চলার সাথী ছিলেন। ভাইরা আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক একটি মূহুর্ত। আমি দোয়া করি, ভাইরা পরবর্তীতে যেন উত্তম জীবনপ্রাপ্ত হোন।”

ব্লকের বর্তমান আবাসিক শিক্ষার্থী রায়হান বিশ্বাস (২০১৯-২০ শিক্ষাবর্ষ) বলেন, “আজকের এই দিনটি আমাদের ব্লকের সবার হল জীবনের এক বিশেষ দিন। কারণ আজ আমরা আমাদের হলের অভিভাবকতুল্য, পথপ্রদর্শক, ও শ্রদ্ধেয় বড় ভাইদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে একত্রিত হয়েছি যাদের ভালোবাসা আমাদের হল লাইফকে আরো অর্থবহ করে তুলেছে। ভাইদের কাছ থেকে আমরা শিখেছি কীভাবে দায়িত্ব নিতে হয়, কীভাবে ভালোবাসতে হয় এই হলকে, এই বিশ্ববিদ্যালয়কে। যদিও বিদায় শব্দটি কষ্টের, কিন্তু এটি নতুন পথচলার বার্তা নিয়েও আসে। তাদের বিদায়ে এক শূন্যতা তৈরি হয়েছে, যা সহজে পূরণ হবার নয়।
আমরা সত্যিই তাঁদের অনেক মিস করবো, তবে তাদের দিকনির্দেশনা আমাদের জন্য পথপ্রদর্শক হয়ে কাজ করবে এবং তারা থাকবে আমাদের সকলের হৃদয়ে। হয়তো আমাদের আবারও দেখা মিলবে কোনো না কোনো পথ চলায় এটাই প্রত্যাশা রইলো ভাইদের কাছে। তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করি সবসময় আমরা।”

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।