ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. শিপন মিয়া।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় বিভাগের সভাপতির কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. শিপন মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ আইসিটি (SAICT)। পাশাপাশি বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেনকে সম্মানজনক বিদায় জানানো হয়।
জানা যায়, গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়। তিনি আগামী তিন বছরের জন্য আইসিটি বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. শিপন মিয়া বলেন, ”আইসিটি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাণবন্ত একটি বিভাগ। আমি শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে সবাইকে সাথে নিয়ে বিভাগকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষতাকে কেন্দ্র করে একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”


