বিশ্বজুড়ে জলবায়ু আন্দোলনে বাংলাদেশের নেতৃত্বকে আন্তর্জাতিক স্বীকৃতি দিলো ‘ইয়ুথ ফর ক্লাইমেট ২০২৪ কলে ফর সলিউশনস’ প্রোগ্রাম। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইতালি সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত এই কর্মসূচিতে মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি নির্বাচিত হয়েছেন একজন গ্লোবাল মেন্টর হিসেবে।
২০২৩ সাল থেকে চালু হওয়া এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৫২টি দেশের ১০০টি যুবনেতৃত্বাধীন জলবায়ু প্রকল্পে সহায়তা প্রদান করা হয়েছে। এ বছর ৩০০’র বেশি বিশেষজ্ঞ আবেদনকারীর মধ্য থেকে আহসান রনিকে নির্বাচন করা হয়েছে তার দীর্ঘদিনের জলবায়ু কার্যক্রম, পরিবেশগত উদ্যোগ এবং যুব নেতৃত্বে ভূমিকার জন্য।
মেন্টর হিসেবে আহসান রনি কাজ করবেন বিশ্বব্যাপী নির্বাচিত যুব উদ্যোক্তাদের সঙ্গে, যারা জলবায়ু ও পরিবেশ শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, খাদ্য ও কৃষি, প্রাকৃতিক সম্পদ এবং টেকসই উৎপাদন ও ভোগ বিষয়ক কার্যক্রমে কাজ করছেন।
আহসান রনি বলেন, “এই মনোনয়ন শুধু ব্যক্তিগত সম্মান নয়, বরং বাংলাদেশের তরুণ সমাজের পরিবেশ আন্দোলনের জন্য এক গর্বের মুহূর্ত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পক্ষে কথা বলার এবং বৈশ্বিক পরিসরে তরুণদের শক্তিকে এগিয়ে নেওয়ার সুযোগ এটি।”
২০২৬ সালের এপ্রিল পর্যন্ত চলবে এই মেন্টরশিপ প্রোগ্রাম, যেখানে নির্বাচিত মেন্টররা একাধিক এক-টু-ওয়ান সেশনের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ প্রদান করবেন।
আহসান রনির নেতৃত্বে মিশন গ্রিন বাংলাদেশ ইতোমধ্যে দেশব্যাপী হাজার হাজার তরুণ ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ, জলবায়ু সচেতনতামূলক কার্যক্রম এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
‘ইয়ুথ ফর ক্লাইমেট’ কর্মসূচি সম্প্রতি G7 নেতৃবৃন্দের ঘোষণা এবং COP28-এ প্রকাশিত YOUNGO Youth Stocktake রিপোর্টে একটি উদাহরণ হিসেবে উঠে এসেছে, যা বৈশ্বিক জলবায়ু নীতিতে তরুণদের অংশগ্রহণকে উৎসাহিত করেছে।
আহসান রনির এই অর্জন দেশের জন্য একটি গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক জলবায়ু নেতৃত্বে আরও সুসংহত অংশগ্রহণের দ্বার উন্মুক্ত করবে।
ইয়ুথ ফর ক্লাইমেট সম্পর্কে:
Youth4Climate হলো UNDP Climate Promise-এর একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণ উদ্ভাবকদের অর্থায়ন, মেন্টরশিপ এবং বৈশ্বিক দৃশ্যমানতা প্রদান করে।
মিশন গ্রিন বাংলাদেশ সম্পর্কে:
মিশন গ্রিন বাংলাদেশ একটি যুব-নেতৃত্বাধীন পরিবেশ আন্দোলন, যা সবুজ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে আসছে। সংগঠনটি বৃক্ষরোপণ, পরিবেশ শিক্ষা ও কমিউনিটি এঙ্গেজমেন্টের মাধ্যমে জলবায়ু সচেতনতা বাড়াতে কাজ করে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com