গত বুধবার নারায়ণগঞ্জ, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন ইউনিট প্রদক্ষিণ করেছেন রূপগঞ্জের জনমানুষের জননন্দিত নেতা বীর মুক্তিযোদ্ধা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজি মনিরুজ্জামান মনির। বিপুল সংখ্যক নেতা কর্মীদের সমারোহে এক সমাবেশে আজিম সরকার যুগ্ম সম্পাদক, রূপগঞ্জ থানার সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে কাজী মনিরুজ্জামান মনির ভবিষ্যৎ প্রজন্মের আলোকিত বাংলাদেশ বিনির্মানে রূপগঞ্জের জনগণের রায় পেতে চান এবং তাকে মডেল জিসেবে গড়তে চাই।
তিনি আগামিতে রাষ্ট্রিয় নেতৃত্বে জাতীয়তাবাদী দলকে দেখতে চান, তবেই নতুন সূর্যকিরণে প্রকৃতপক্ষে এই দেশ উদ্ভাসিত হতে পারবে বলে তিনি জানান। এ সময় বক্তব্য রাখেন মাহাবুব আলম, আহবায়ক স্বেচ্ছাসেবক দল, নারায়ণগঞ্জ জেলা কমিটি, কাজি আহাদ, সদস্য সচিব যুবদল, তারাবো পৌরসভা, হাওয়া আপা, সভাপতি মহিলা দল , আজাদ, আব্দুল হালিম, আবু মো. মাসুম আলি আহমদ, আজাদ, সোহেল, ড. মু. তোফাজ্জল, ইয়াকুব, সাইদ প্রমুখ।


