ads
ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আলপনায় সেজেছে গণ বিশ্ববিদ্যালয়, উপলক্ষ্য পিঠা উৎসব

জনি শিকদার, গবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

চলছে শেষ সময়ে সাজসজ্জা,রাত পোহালেই শুরু হবে উৎসব-১৪৩০ বঙ্গাব্দ। তাই পিঠা উৎসব উপলক্ষে বর্ণিল আলপনায় সেজেছে  সাভারের নবীনগরে অবস্থিত ঐতিহ্যবাহী গণ বিশ্ববিদ্যালয় (গবি) ক্যাম্পাস। সোমবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে এই পিঠা উৎসব। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রঙিন করে তুলতে আঁকিবুঁকি চলছে। এতে করে উৎসবের আগেই বিশ্ববিদ্যালয়ে ফিরেছে এক ধরনের সতেজ রূপ। আলপনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে সকল শিক্ষার্থী।
পিঠা উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয় গেইট এর সামনে, একাডেমিক ভবনের সামনে, ট্রান্সপোর্ট চত্ত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের পাশে নানা ধরনের আলপনা এঁকেছে শিক্ষার্থীরা। পিঠা উৎসবের সাজসজ্জা কমিটি সাথে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে, আলপনা আঁকা সম্পন্ন হচ্ছে।
এছাড়াও, ক্যাম্পাস সাজাতে কাজ করছে বিভিন্ন সংঘ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহযোগী সংগঠনগুলো। স্টলগুলোর সাজানো কাজ করছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এদিকে পিঠা উৎসব উদযাপন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝেও। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সতেজতা ফিরে পায়।
উল্লেখ্য যে, সময়টা জানুয়ারি, ২০১৬ সাল,  গবি ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রিফাত। পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসের সাংবাদিক সংগঠন গবিসাসে কাজ করেন। তিনি একদিন গবিসাসের সিনিয়রদের জানান, তার সহধর্মিণী এ ক্যাম্পাসে পিঠা উৎসব হয় কি না জানতে চেয়েছে! তৎকালীন গবিসাস নেতৃবৃন্দ এটা শুনে ক্যাম্পাসে পিঠা উৎসব আয়োজনের উদ্যোগ নেয়। তিনি সহ গবিসাসের শাহীনুর, পলাশ সহ কয়েক জনের কাধে পড়ে এ দায়িত্ব। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এ আয়োজনে যুক্ত হয়। ১৪ জানুয়ারি পিঠা উৎসবের তারিখ নির্ধারণ করা হয়। সেই থেকে শুরু পিঠা উৎসব গণ বিশ্ববিদ্যালয় এর ।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।