ads
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আমাদের দাবি এনসিওর করে নির্বাচন দিতে হবে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২১, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামী জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে এখনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি। তাই তারা দাবি করছে, নির্বাচন অবশ্যই সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পরে এই দাবি জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। বৈঠকে তাঁর সঙ্গে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ও কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা উপস্থিত ছিলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, “সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে সিইসিকে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনে সন্ত্রাস-অনিয়ম রোধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোট দিতে হবে। সবাই সবকিছু নাও চাইতে পারে, তত্ত্বাবধায়ক সরকারও অনেকে চায়নি। তবে এটি দেশের জন্য কল্যাণকর পদ্ধতি।”

তিনি আরও বলেন, “জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। এই দাবি নিয়ে আমরা মাঠে থাকব। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেব।”

নিজের আসন ছাড়া অন্য কোনো আসনে পর্যবেক্ষণ দিয়েছেন কি-না, এমন প্রশ্নে আযাদ জানান, “সামগ্রিকভাবে আমরা কথা বলেছি।”

পিআর ছাড়া নির্বাচনে অংশ নেবেন কি-না, এমন প্রশ্নে হামিদুর রহমান আযাদ সরাসরি মন্তব্য করেননি। তিনি বলেন, “ফেয়ার ইলেকশন বিষয়ে আমরা সর্বদা সৎ এবং সিনসিয়ার। এই পদ্ধতিটিও দেশের জন্য কল্যাণকর হবে এবং সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। পিআর পদ্ধতিতে ভোটারদের যথাযথ মূল্যায়ন হবে।”

তিনি আরও জানান, “আমরা গ্রহণযোগ্য সব নির্বাচনে অংশ নিয়েছি এবং পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছি। এবারও তিনশ আসনের প্রার্থী দিয়ে মাঠে-ময়দানে জনমতের সঙ্গে যুক্ত হচ্ছি।”

এর আগে, গত রোববার নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি জানতে বিএনপি প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।