জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে (নিটার) গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ইউজিসির নির্দেশনায় প্রশাসনের এক নোটিশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং ১৯ জুলাই হতে আবাসিক হোস্টেলে অবস্থানরত ছাত্র–ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়।
অন্তবর্তীকালীন সরকার গঠনের পরবর্তীতে স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিলেও নিটারের আবাসিক হোস্টেল ও অ্যাকাডেমিক কার্যক্রম চালুর ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এতে বিপাকে পড়ছে সাধারণ শিক্ষার্থীরা।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলেন, আমরা যারা আবাসিক হোস্টেলে থাকি তাদের অধিকাংশই পড়ালেখার পাশাপাশি টিউশন ও খণ্ডকালীন চাকরি করে নিজেদের খরচ বহন করি। দেশের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হওয়ার পর অন্যান্য কার্যক্রম শুরু হয়ে গেছে। এতে শিক্ষার্থীদের পক্ষে হোস্টেলের বাইরে অবস্থান করে কাজ করা সম্ভব হচ্ছে না।
কয়েকজন শিক্ষার্থী আবাসিক হোস্টেল খোলার ব্যাপারে প্রশাসনকে অবহিত করার পরও ইতিবাচক কোনো সাড়া পায়নি। এমতাবস্থায় শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানায় নিটারের এক শিক্ষার্থী।
উল্লেখ্য, নিটার একটি অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান। আন্দোলনকে কেন্দ্র করে উক্ত প্রতিষ্ঠানের কোনো প্রকার ক্ষতি হয়নি।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com