রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উত্সব হলে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে শুরু হয় “Do More with Less, from Cost Control to Value Creation” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে খরচ নিয়ন্ত্রণ, কার্যকারিতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির কৌশল নিয়ে অনুষ্ঠিত এ আয়োজন ছিল দেশি-বিদেশি বিশেষজ্ঞ, গবেষক, উদ্যোক্তা ও নীতি নির্ধারকদের এক গুরুত্বপূর্ণ মিলনমেলা।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রফেসর কেসি ব্র্যাডলি এবং চীনের প্রফেসর কিউফেং জেং। তাঁরা কৃষি ব্যবসায় দক্ষতা, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে তাঁদের আন্তর্জাতিক অভিজ্ঞতা শেয়ার করেন। বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে উন্নয়নশীল দেশগুলোর জন্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং নতুন প্রযুক্তি গ্রহণ করা জরুরি।

সেমিনারটি আয়োজন করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হ্যাবিও এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্ল্যানেট ফার্মা লিমিটেড। এতে অংশ নেন দেশের কৃষি, পশুপালন ও ফিড শিল্পের বিশিষ্ট উদ্যোক্তা, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, শিল্প সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্ল্যানেট ফার্মার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজ গওরী এবং ওভারসিজ মার্কেটিং ডিপার্টমেন্টের এনিমেল নিউট্রিশন টেকনিক্যাল সাপোর্ট ও সিনিয়র সেলস রিপ্রেজেন্টেটিভ ড্যানিয়েল ঝু।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্ল্যানেট ফার্মা লিমিটেডের পরিচালক শাহ ফাহাদ হাবিব। তিনি বলেন, বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাত দ্রুত উন্নতি করছে, তবে এর টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে খরচ নিয়ন্ত্রণ, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয় অপরিহার্য। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্ল্যানেট ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ হাবিবুল হক অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ ধরনের আন্তর্জাতিক সেমিনার ভবিষ্যতের পরিকল্পনা, গবেষণা এবং সহযোগিতামূলক উদ্যোগগুলোকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেভিস ওয়াং, ওভারসিজ সেলস ম্যানেজার; মো. মসলেহ উদ্দিন, পরিচালক, প্ল্যানেট ফার্মা লিমিটেড; এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা।
সেমিনারের শেষ পর্বে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক বক্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন রাখেন এবং বক্তারা বাস্তব অভিজ্ঞতার আলোকে সেসব প্রশ্নের বিস্তারিত উত্তর দেন। এই পর্বে অংশগ্রহণকারীরা বিশেষ উৎসাহ দেখান, যা সেমিনারকে আরও প্রাণবন্ত করে তোলে।

আয়োজকদের মতে, এ সেমিনার কেবল জ্ঞান বিনিময়ের একটি প্ল্যাটফর্ম নয়, বরং এটি বাংলাদেশের কৃষি ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচনের এক উদ্যোগ। অংশগ্রহণকারীরাও বিশ্বাস করেন, এই ধরনের আন্তর্জাতিক আয়োজন দেশের কৃষি শিল্পকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে এবং বাংলাদেশকে একটি টেকসই ও প্রতিযোগিতামূলক কৃষি অর্থনীতির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ লাইভ/কৃষি


