আদর্শ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আল-কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ফ্রি কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার কক্ষ-৫০১ এ এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব, শিক্ষার্থী পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহকারী অধ্যাপক বদরুল ইসলাম এবং জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। পরে সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল-কুরআন বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন,
“সীরাতুন্নবী (সা.) সম্পর্কে জানলে আমরা মানবতার প্রকৃত দিকনির্দেশনা পাই। ইসলাম আমাদের জীবনবিধান, যা আত্মশুদ্ধি ও সমাজকল্যাণের বার্তা দেয়।”
কুরআন বিতরণকে মহৎ উদ্যোগ উল্লেখ করে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন,
“আল-কুরআন মুসলিমসহ সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। আমাদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে নিয়মিত কুরআন পাঠ অত্যন্ত জরুরি।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ অনুষ্ঠানের মাধ্যমে নবী করিম (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং পবিত্র কুরআনের আলো সর্বত্র ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


