ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আদর্শ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে গোবিপ্রবিতে ফ্রি কুরআন বিতরণ

গোবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আদর্শ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আল-কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ফ্রি কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার কক্ষ-৫০১ এ এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব, শিক্ষার্থী পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহকারী অধ্যাপক বদরুল ইসলাম এবং জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। পরে সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল-কুরআন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন,
“সীরাতুন্নবী (সা.) সম্পর্কে জানলে আমরা মানবতার প্রকৃত দিকনির্দেশনা পাই। ইসলাম আমাদের জীবনবিধান, যা আত্মশুদ্ধি ও সমাজকল্যাণের বার্তা দেয়।”

কুরআন বিতরণকে মহৎ উদ্যোগ উল্লেখ করে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন,
“আল-কুরআন মুসলিমসহ সমগ্র মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। আমাদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে নিয়মিত কুরআন পাঠ অত্যন্ত জরুরি।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ অনুষ্ঠানের মাধ্যমে নবী করিম (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং পবিত্র কুরআনের আলো সর্বত্র ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।