ads
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আগামীকাল নিটারে অনুষ্ঠিত হবে সীরাত কনফারেন্স

নিটার প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর কনফারেন্স রুমে আগামী ১৩ই অক্টোবর (সোমবার) আয়োজিত হতে যাচ্ছে নিটার সীরাত কনফারেন্স ১৪৪৭।  অনুষ্ঠানটির আয়োজক নিটার ইসলামিক সোসাইটি ।

এবারের কনফারেন্সে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা দুই আলেম ও গবেষক—বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও শায়খুল হাদিস হযরত মাওলানা মো. যাইনুল আবিদীন সাহেব, এবং বিশিষ্ট আলেমে দ্বীন ও লেখক মাওলানা তানজীল আরেফীন আদনান সাহেব (হাফিজাহুল্লাহ)।

কনফারেন্সের  আগে রবিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হয় সীরাত বিষয়ক প্রতিযোগিতা ।  যার মধ্যে বক্তৃতা , কুইজ , লিখনী  এবং ক্যালিগ্রাফি ডিজাইন প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নবীজীর জীবন ও কর্ম থেকে অনুপ্রেরণা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজক সূত্রে আরো জানা গেছে, এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা বৃদ্ধি করা এবং নবী করিম ﷺ-এর জীবনের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগে উদ্বুদ্ধ করা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।