ads
ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আইইবি কৃষিকৌশল বিভাগের নেতৃত্বে চন্দন-ওয়াহিদ

সংবাদ লাইভ
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশন, বাংলাদেশ (আইইবি) এর ২০২৩- ২০২৪ মেয়াদের নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রকৌশলীদের সংগঠন “বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের” মনোনীত সবুর-মঞ্জু প্যানেলে কৃষিকৌশল বিভাগের চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার মো. মিছবাহুজ্জামান চন্দন, ভাইস চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান ও সেক্রেটারি পদে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও এ কমিটিতে সদস্য হিসেবে ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া পিইঞ্জ ( বর্তমান কমিটির চেয়ারম্যান হিসেবে পদাধিকার বলে সদস্য ), ইঞ্জিনিয়ার মো. শরীফুর রহমান, ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী ভূট্টো, ইঞ্জিনিয়ার হোসেইন মোহাম্মদ খালেদুজ্জামান কল্লোল, ইঞ্জিনিয়ার মো. মনিরুল ইসলাম মনির, ইঞ্জিনিয়ার আফসার আহম্মেদ রাজিন নির্বাচিত হয়েছেন।

প্রাণী সম্পদ অধিদপ্তরের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মো. মিছবাহুজ্জামান চন্দন বর্তমানে কৃষিকৌশল বিভাগের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ইতোপূর্বে বিএডিসি প্রকৌশলী সমিতি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনে জয়লাভের পর নতুন নেতৃবৃন্দ বলেন ‘কৃষি প্রকৌশলীদের স্বার্থে আমাদের অনেক কিছু করার সুযোগ আছে। দীর্ঘদিন যাবৎ কৃষি প্রকৌশলীরা বিভিন্নভাবে বঞ্চিত, চাকরিক্ষেত্র থেকে সকল ক্ষেত্রে সুযোগ বৃদ্ধিতে আমরা ভূমিকা রাখতে চাই।

কৃষিকৌশল বিভাগের নবনির্বাচিত চেয়্যারমান ইঞ্জিনিয়ার মো. মিছবাহুজ্জামান চন্দন বলেন, ‘নির্বাচনের আগে কৃষি প্রকৌশলীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো করার জন্য ম্যান্ডেট দিয়েছিলাম। বিশেষ করে ডিএই, বিএডিসি, বিএমডিএ, আরইবি প্রভৃতি প্রতি কৃষি প্রকৌশল পদের নিয়োগ জটিলতা দূরীকরণ, বিসিএসে কৃষি প্রকৌশল ক্যাডার পদ সৃষ্টিতে আমরা কাজ করতে চাই। কৃষি প্রকৌশলীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে আইইবি’র উদ্যোগে ব্যাপকভাবে ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপের ব্যবস্থা গ্রহণ করবো। বিভিন্ন সংস্থা (বিএডিসি, ব্রি, বারি, বিএমডিএ, পল্লী বিদ্যুৎ প্রভৃতি) সম্মানিত প্রকৌশলীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবো। কৃষি প্রকৌশল সংস্থাগুলোর সামাজিক মর্যাদা বৃদ্ধিকল্পে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।’

কৃষিকৌশল বিভাগের নবনির্বাচিত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সাথে মতবিনিময় করেছি। একে একে অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথেও মতবিনিময় ঠিক করে করণীয় ঠিক করবো৷ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যেসব প্রতিষ্ঠানের আইইবি মেম্বারশীপের এক্রেডিটেশন নাই সেসব প্রতিষ্ঠান যেন দ্রুত এক্রেডিটেশন পায় সে বিষয়ে এ কমিটি একটিভ ভূমিকা পালন করবে। কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের কৃষি প্রকৌশল অনুষদের সম্মানিত শিক্ষকদের সাথে একাডেমিক সমন্বয় সাধন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ছাত্র অবস্থায় মাঠ পর্যায়ে বাস্তবিক ডেভেলপমেন্ট কাজের সুযোগ সৃষ্টি করে ট্যুাুর, মাঠ পরিদর্শনের ব্যবস্থা করার চেষ্টা আমরা করবো। এছাড়াও আমরা কৃষিক্ষেত্রে কৃষি প্রকৌশলীদের হারানো গৌরব ফেরাতে আপ্রাণ চেষ্টা করবো।’

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রকৌশলীদের প্যানেল থেকে নির্বাহী কমিটিতে চেয়্যারমান পদে প্রকৌশলী মো. আব্দুস সবুর ও সম্মানী সাধারণ সম্পাদক হিসেবে প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু জয়লাভ করেন।

সংবাদ লাইভ/এবি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।