ঢাকা, ১৭ মার্চ ২০২৫: রাজধানীর উত্তরার সী ফুড চাইনিজ রেস্টুরেন্টে অ্যানিমেল মেডিসিন মার্কেটিং গ্রুপের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও কৃষি খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।
এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ ও কৃষি খাতের উন্নয়ন, ওষুধ বিপণন কৌশল, বাজারের চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অতিথিরা তাদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন এবং আগামী দিনে খাতটির উন্নয়নে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজিব হোসেন (Century Agro), রাবিউল ইসলাম (Health Care), সবুজ (FTDC), রাশেদ (Square), শাহিন আলম (Innova Animal Health), মো. মতিউর রহমান (Square Pharmaceuticals), মোসাদ্দেক মুরাদ (Argil NE Bangladesh), শাহাদাত হোসেন (Sun Agro), দেলোয়ার হোসেন (Farmaco), আমির হামজা (Prime Care), আবু নাসের তারেক (ST Corporation), মোস্তাক আহমেদ (Kazi Agro), হোসেন আলী (AG Vet), আলমগীর হোসেন (Promise Agro), ইনজামুল হক (SF Trade Corporation), পাভেল (Renata PLC), এম এ ফারুক (Renata PLC), আব্বাস উদ্দিন (Nidec Agro Ltd), মোজাফফর হোসেন (Ample Animal Care), নিজাম উদ্দিন (Ample Animal Care), জালাল উদ্দিন (Tazan Agro), আবদুল লতিফ (Tazan Agro), শোভন মজুমদার (Kazi Agro), আসাদুজ্জামান (Argil NE Bangladesh) এবং শাহজাহান মণ্ডল (Argil NE Bangladesh)।
এ সময় বক্তারা প্রাণিসম্পদ সেক্টরে প্রযুক্তির ব্যবহার, সঠিক ওষুধ প্রয়োগ, মানসম্পন্ন পণ্য সরবরাহ এবং খামারিদের সুবিধার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান সময়ে প্রাণিসম্পদ ও কৃষি খাত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই খাতের সঠিক বিকাশের জন্য গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং ওষুধ ও খাদ্যের মান নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, পেশাজীবীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানো এবং খাতসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময়ের জন্য প্রতি বছর এ ধরনের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা ভাগ করে নেয়ার সুযোগ পান, যা ভবিষ্যতে ব্যবসা ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনার শেষে আগত অতিথিরা একসঙ্গে ইফতার করেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
সংবাদ লাইভ/ঢাকা


