বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের প্রয়াত সহধর্মিণী অধ্যাপিকা আমেনা আক্তার খাতুনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) রাজধানীর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে এই মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী এবং আমেনা আক্তার খাতুনের পরিবারের সদস্যরা। তারা মরহুমার কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, “আমার সহধর্মিণী শুধু একজন শিক্ষাবিদ ছিলেন না, তিনি ছিলেন মানবতার সেবায় নিবেদিত একজন আলোকিত মানুষ। তাঁর আদর্শ ও শিক্ষা আমরা আমাদের জীবনে ধারণ করতে চাই।”
তিনি আরও বলেন, “আমার স্ত্রী আমেনা আক্তার খাতুনের মতো মানুষের আত্মত্যাগ ও প্রেরণাই আমাদের রাজনীতিকে মানুষের সেবার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমি সকলের কাছে তাঁর জন্য দোয়া চাই।”
বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রসঙ্গে শামীম বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তিনি শুধু একজন নেতা নন, তিনি দেশের মানুষের স্বাধীনতা, ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকারের সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক। আওয়ামী লীগ সরকার তাঁকে পরিকল্পিতভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। এটি তাদের ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন প্রকাশ।”
তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগের দুঃশাসন এই দেশকে গভীর সংকটে ফেলেছে। লুটপাট, দুর্নীতি এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। বেগম খালেদা জিয়ার মতো একজন মমতাময়ী নেত্রীকে কারাগারে রেখে এবং পরে গৃহবন্দি অবস্থায় চিকিৎসা না দিয়ে তারা নিজেদের স্বৈরাচারী চরিত্রই প্রমাণ করছে।”
মাহফিল শেষে বিএনপির নেতাকর্মীরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাব ঢাকা জেলা চ্যাপ্টারের সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের সাবেক সভাপতি কৃষিবিদ ইয়ার মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ মো. আসাদুজ্জামান খান, যুগ্ম সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ রবিউল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক কৃষিবিদ মো. মানছুর রহমান, সদস্য মাহফুজুল হক বাবু, নোয়াখালী জেলা চ্যাপ্টারের সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ ডাক্তার মো. আতাউর রহমান সোহাগ, সহ-সভাপতি শেখ রোকনুজ্জামান, টাঙ্গাইল জেলা চ্যাপ্টারের দপ্তর সম্পাদক কৃষিবিদ মোর্শেদুল আলম ভুইয়া সানি, ক্রীড়া সম্পাদক কৃষিবিদ মো. অজিহুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ শহিদুল আমিন, বাকৃবি ছাত্রদলের সাবেক ছাত্রনেতা কৃষিবিদ আশিক সালেহীন, কৃষিবিদ মোস্তফা আনোয়ার শাহীন ও সাবেক ছাত্রদলনেতা মীর সাইফুল ইসলাম রিপন, আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শামীম রেজা জুয়েল, শাহাজালাল, মেদেহী হাসান, শিবলু মিয়া, সানজিদ মাহমুদ, অমিত, মুন্নাসহ বিভিন্ন আলেম ওলামাবৃন্দ।
সংবাদ লাইভ/ঢাকা


