অফিস না করার শর্তে জামিন পেলেও আবারও অফিসে যোগ দিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপ-রেজিস্ট্রার ফারজানা ইসলাম।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রশাসনের সম্মতিতে তাকে বিশ্ববিদ্যালয়ের অফিসে দায়িত্ব পালন করতে দেখা যায়।
সূত্র জানায়, গত জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেঞ্জার গ্রুপে উসকানিমূলক বক্তব্য দেন এবং হামলার হুমকি প্রদান করেন। এছাড়া আন্দোলনের বিরোধিতা করে এক বিক্ষোভ মিছিলে অংশ নেন। তার ওই বক্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের দাবির মুখে গত বছরের ২২ ডিসেম্বর তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। পরে আদালত চাকরিতে যোগদান না করা, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়া এবং শিক্ষার্থীদের ওপর হুমকি বা হামলা না করার শর্তে তাকে জামিন দেয়।
তবে আদালতের ওই নির্দেশ উপেক্ষা করে ফের অফিস করার অনুমতি দেওয়ায় প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন,
“অভিযোগ রয়েছে, তদন্ত কমিটি তদন্ত করবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু তাকে বরখাস্ত করা হয়নি, তাই আসলে অফিসে যোগদান ঠেকানোও সম্ভব নয়।”
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com