ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

৪৫তম বিসিএসের প্রিলি মে মাসে

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী মে মাসে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হতে পারে। যদিও মার্চ মাসে এই পরীক্ষা আয়োজন করতে চেয়েছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

ওই সূত্র আরও জানায়, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মার্চে হচ্ছে না এটি নিশ্চিত। কবে পরীক্ষা আয়োজন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হতে পারে। মে মাসের শুরুর দিকে এই বিসিএসের প্রিলি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

মে মাসে পরীক্ষা আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কবে আয়োজন করা হবে সে বিষয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সভার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। এবারই প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

সংবাদ লাইভ/ঢাকা

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।