ঢাকাশুক্রবার , ২৩ জুন ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

১২ দিনের ছুটিতে যাচ্ছে কুবি

সংবাদ লাইভ
জুন ২৩, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মুনিরা আক্তার, কুবি প্রতিনিধি: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ২৫ জুন (রবিবার) থেকে মুসলমান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আযহার ছুটি শুরু হবে।

শুক্রবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী।

তিনি বলেন, ‘ ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৫ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ৬ জুলাই ছুটি শেষ হলেও ৭ ও ৮ জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় ৯ জুলাই (রবিবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।’

১২ দিনের ছুটি পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ শেখ বলেন, “একদিকে আমাদের সেমিস্টার শেষ হবে আরেকদিকে ঈদ-উল-আযহা আসতেছে।তাই সেমিস্টারের পর রিফ্রেশমেন্টের জন্য ছুটি দরকার।তারই সাথে নিশ্চিন্তে ইদ উৎযাপন করতে পারব। দীর্ঘদীন বাড়িতে বা বাড়ির মানুষের সাথে দেখা করার সুযোগ হয় না।তাই পরীক্ষার রিফ্রেশমেন্ট ও ইদের ছুটি একসাথে সুন্দর ভাবে কাটাতে পারব।”

উল্লেখ্য, আরবি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২০ জুন (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে জিলহজ মাস শুরু হওয়ার কথা রয়েছে। ধর্মীয় হিসাব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা উদযাপিত হয়ে থাকে। এদিকে চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২৯ জুন দেশে ঈদুল আযহা উদযাপিত হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।