পৌষের কনকনে শীতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা। ইতোমধ্যে সেসব মানুষদের পাশে বিভিন্ন সামাজিক সংগঠন নিজেদের সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন। এবার সে তালিকায় যুক্ত হলো ‘হৃদয়ে বগুড়া’ নামের একটি সামাজিক সংগঠন।
শুক্রবার (৬ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে বগুড়া শহরের নিউমার্কেট, কাঠালতলা, কবি কাজী নজরুল ইসলাম সড়ক ও সাতমাথায় এলাকায় দায়িত্বরত নৈশ প্রহরীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সংগঠনটির সেচ্ছাসেবীরা।
হৃদয়ে বগুড়ার প্রধান সমন্বয়কারী আব্দুস সালাম বাবু জানান, ‘গেল কয়েকদিনের তীব্র শীতে জনজীবনে স্বাভাবিক জীবনের ছন্দ পতন হয়েছে। এতে নিন্ম আয়ের মানুষেরা প্রয়োজনীয় শীতবস্ত্র কিনতে পারছেন না। তাই আমাদের সংগঠনের উদ্যোগে শহরের নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশ প্রহরীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।’
সমাজের বিত্তশালীদের তীব্র এই শীতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সমাজের যারা বিত্তশালী মানুষ রয়েছেন তারাও যদি এসব উদ্যোগ নেয় তাহলে অসহায় ও দরিদ্র মানুষেরা শীত এড়াতে পারবেন। তাই এসব মানুষের পাশে সমাজের অর্থশালী মানুষদের দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
এদিন শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন হৃদয়ে বগুড়ার সেচ্ছাসেবক সজল শেখ, আল আমিন, লিটন রহমান প্রমুখ।


