এস এম আল-ফাহাদ: হাওরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ । বাংলাদেশে বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহা উদযাপিত হবে।
বুধবার (২৮ জুন) ঈদের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ বলেন, ‘আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদ। কোরবানি অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নীচতা, অহংকার, স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ সার্থক হয়ে উঠে।’
‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করি। সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিই।’
পানি বাড়ার ফলে ভয়াবহ বন্যার আশঙ্কায় হাওরবাসীকে সতর্ক করে উপাচার্য বলেন, ‘ আপনারা আগাম বন্যা পূর্ববর্তী সতর্ক থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। ঈদ মোবারক।’
সংবাদ লাইভ/ফাহাদ


