দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদ ও একদফা দাবি আদায়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সফলে রাজধানীর চানখারপুল নাজিমউদ্দিন রোডে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১৯ নভেম্বর) চানখারপুল থেকে নাজিমউদ্দিন রোড প্রদক্ষিণ মিছিলে উপস্থিত নেতাকর্মীরা নির্বাচন কমিশন ঘোষিত তপশিলকে অবৈধ আখ্যা দিয়ে তপশিল বাতিলের দাবিতে স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য মো: আল আমিন, নাঈম পাটোয়ারী, চকবাজার থানা ছাত্রদলের আহবায়ক হাসনাইন আহমেদ হানি সহ চকবাজার থানা ছাত্রদল, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সদস্য সচিব জাহিদ রহমান জয়নালের নেতৃত্বে আলিয়া মাদ্রাসা ছাত্রদল, লালবাগ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব নেছার উদ্দিন রাব্বি, কামরাঙ্গাীরচর থানা ছাত্রদলের আহবায়ক মাহমুদউল্লাহ মাহমুদের নেতৃত্বে কামরাঙ্গীরচর থানা ছাত্রদল, কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য সচিব মামুন সহ কোতোয়ালি থানা ছাত্রদলের নেতৃবৃন্দ, আর কে চৌধুরী কলেজের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হাওলাদার, যাত্রাবাড়ী থানাধীন ৬২ নং ওয়ার্ডের সভাপতি আল-আমিন সহ আরো অনেক নেতৃবৃন্দ।


