ঢাকারবিবার , ১ জানুয়ারি ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

স্বাগতম দুই হাজার ২৩

সংবাদ লাইভ
জানুয়ারি ১, ২০২৩ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

পুরনোকে বিদায় জানানোর মধ্য দিয়ে আরও একটি নতুন বছর আমাদের দ্বারে এসেছে। নতুনের আবাহন, স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে প্রতি বছর পহেলা জানুয়ারি আমাদের মধ্যে আসে। যেমন আসে পহেলা বৈশাখ। এ দুটি বিশেষ দিনকেই আমরা বরণ করে নিই। একটির মধ্যে নিহিত রয়েছে আন্তর্জাতিকতা, অন্যটি আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতিতে ধারণ করে বাঙালি হৃদয়ে আবর্তিত হয়। নতুন বছরে নতুন দিন আসে, আমরা উদ্দীপিত ও জাগ্রত হই। আনন্দ-উলস্নাসের পাশাপাশি আমরা অঙ্গীকার করি, নতুন বছরে নতুনভাবে চলতে। নতুনভাবে জীবনযাপন করতে। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গীকারের মধ্যে প্রধান হয়ে ওঠে। ব্যক্তিচরিত্র বদলেরও অঙ্গীকার করি আমরা। আর এ সবই বিগত বছরের ভুলত্রম্নটি শুধরে নিয়ে নতুনভাবে, স্বচ্ছ ও সঠিকভাবে পথচলার অঙ্গীকার।

এ কথা বলার অপেক্ষা রাখে না, পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেওয়াই মানুষের সহজাত প্রবণতা। প্রতি বছর নতুন বছরকে বরণ করতে আমরা উলস্নসিত। প্রসঙ্গত, আমরা এবারে এমন এক সময়ে নতুন বছরকে বরণ করছি যখন করোনাভাইরাসের সংক্রমণ কমে ধীরে ধীরে পৃথিবী স্বাভাবিক হয়ে আসতে শুরু করলেও যুদ্ধ পরিস্থিতি নতুন সংকট তৈরি করেছে। নতুন বছরে সব সংকট কেটে যাবে- এরকম আশা ছিল ২০২২ সালকে নিয়ে। কিন্তু করোনার ছোবল থেকে মুক্তি পাওয়ার আগেই বিশ্বে নতুন সংকট তৈরি করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। খাদ্যপণ্যসহ প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদির দাম বেড়ে যায়। মানুষের জীবনযাপনে তার ব্যাপক প্রভাব পড়ে। মূল্যস্ফীতিসহ নানা কিছু আলোচনায় আসে। অন্যদিকে, শীত পড়তেই করোনাভাইরাসের নতুন ধরন বিএফ-৭-এর সংক্রমণে চীনসহ বিভিন্ন দেশে করোনা রোগী বাড়ছে। আর ইতোমধ্যে প্রতিবেশী দেশ ভারতেও নতুন ধরন শনাক্ত হয়েছে। ভারতে সংক্রমণ বাড়লে বা নতুন ধরন শনাক্ত হলে উদ্বেগ বাড়ে বাংলাদেশেও। যা আমাদের জন্যও উৎকণ্ঠার কারণ হয়ে দেখা দিয়েছে।

বলার অপেক্ষা রাখে না, দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা ইত্যাদি নানা ক্ষেত্রেই বছরটি কেমন গেল তার হিসাব-নিকাশ সবাই করে থাকেন। এ প্রসঙ্গে বলতে চাই, আমাদের জাতীয় জীবনে ২০২২ সালটি ছিল একটি ঘটনাবহুল বছর। এ বছরটিতে বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকট-অস্থিরতা যেমন ছিল, তেমনি আমাদের বেশকিছু অর্জনও ছিল। পদ্মা সেতু ও মেট্রোরেলের মতো বড় অবকাঠামো উদ্বোধন করা হয়েছে এবং জনসাধারণে চলাচলের জন্য খুলেও দেওয়া হয়েছে। পদ্মা সেতু- সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত এই প্রকল্প পরিচালিত হয় দেশের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলা সরাসরি সারাদেশের সঙ্গে যুক্ত করেছে? ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উদ্বোধন করার পরদিন থেকেই সাধারণ মানুষের চলাচলের জন্য তা খুলে দেওয়া হয় যোগাযোগ ব্যবস্থা সহজ করার পাশাপাশি অর্থনীতিতেও এই সেতু নতুন প্রাণ সঞ্চার করেছে।? এছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হয় মেট্রোরেল ২৮ ডিসেম্বর স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাতত উত্তরা থেকে আগারগাঁও রুটের লাইন খুলে দেওয়া হয়েছে। ফলে যানজটের শহরে ১২ মিনিটে এই দূরত্ব অতিক্রম করা সম্ভব হবে। করোনায় মৃতু্যর হার শূন্যের কোঠায় নেমে আসে। ক্রীড়াক্ষেত্রে মেয়েদের সাফ ফুটবল জয় দেশের জন্য সুনাম বয়ে আনে। পাশাপাশি মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, ঋণ খেলাপি, টাকা পাচার, নতুন জঙ্গি সংগঠনের খোঁজ, রাজনৈতিক হিংসাবিদ্বেষ নিয়ে জনসাধারণকে অস্থিরতার মধ্য দিয়েও যেতে হয়েছে।

প্রতি বছরের মতো এবারও আমরা দেশের গুণী ব্যক্তিদের হারিয়েছি- যা গভীর বেদনাবহ। এ ছাড়া ২০২২ সালটিতেও বাজার অস্থিরতা, হত্যাকান্ড, দুর্ঘটনায় মতু্য, ধর্ষণসহ নানা ধরনের ঘটনা আলোচনায় আসে। আমরা মনে করি, সামগ্রিক পরিস্থিতি আমলে নিয়ে আগামী দিন যেন সুন্দর হয়, মানুষের অপরাধপ্রবণতা রোধ হয় সেই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখতে হবে। নতুন বছরে দেশের প্রতিটি মানুষের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এমনটি আমাদের প্রত্যাশা।

 

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।