ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সুষ্ঠুভাবে বেইনের নির্বাচন সম্পন্ন, প্রশংসিত নির্বাচন কমিশন

আন্তজার্তিক ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড(বেইন) এর নির্বাচন। গত শুক্রবার( ১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা থেকে রাত দশটা এবং শনিবার(১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯ টা থেকে বেলা ৫টা পর্যন্ত ক্যামব্রিজের মোর্স মিডল স্কুলে উৎসবমুখর পরিবেশে চলে ভোটগ্রহণ। এতে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

পরে ভোট গণনা শেষ আজ রবিবার(১২ নভেম্বর) নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান ও সহকারী নির্বাচন কমিশনার আব্দুল জলিল চৌধুরী।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তানভীর-তাজ-শান্তা প্যানেল ১৫টি পদের মধ্যে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ছাড়া সব কয়টি পদে বিজয় লাভ করেছে। অপরদিকে, খোকা-সাজু-রাজিব প্যানেল শুধুমাত্র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে জয়ী হয়েছে। তানভীর-তাজ-শান্তা প্যানেল থেকে তানভীর মুরাদ (১১৬৯ ভোট) সভাপতি নির্বাচিত হয়েছেন। খোকা-সাজু-রাজিব প্যানেল থেকে সহ-সভাপতি নির্বাচিত হন (১১৩৫ ভোট) সাজ্জাদুর রহমান সাজু ও একই প্যানেলের রাজিবুর রহমান রাজিব (১১৫৩ ভোট) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তানভীর-তাজ-শান্তা প্যানেলের হাসিবুল আমিন সৈকত (১১৪৮ ভোট) সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও একই প্যানেলের প্রীতম বড়ুয়া (১১৮১ ভোট) সাংগঠনিক ও দপ্তর সম্পাদক, ইবনুল হাসান ইপু (১১৬২ ভোট) কোষাধ্যক্ষ, সেলিনা চৌধুরী (১১৭২ ভোট) সহকারী কোষাধ্যক্ষ, মাহের নোহা আহমেদ (১১৬৭ ভোট) সাংস্কৃতিক সম্পাদক, নাসরিন শাহরিয়ার (১১৫৩ ভোট) সহকারী সাংস্কৃতিক সম্পাদক, ইসতিয়াক আহমেদ (১১৭১ ভোট পেয়ে) সমাজকল্যাণ সম্পাদক, নুর মোহাম্মদ (সর্বাধিক ভোট ১২১৩) ক্রীড়া সম্পাদক, মো. মেরাজুল ইসলাম (১১৬৪ ভোট) শিক্ষাবিষয়ক সম্পাদক, মাসুদ আকবর (১১৯২ ভোট) প্রচার (মিডিয়া) সম্পাদক এবং এমতিয়াজ উদ্দিন (১১৯২ ভোট) ও আবদুল কাদের (১১৫২ ভোট) কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।

এদিকে ভোটাররা বলছেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেইনের ইতিহাসে এমন সুন্দর, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ নির্বাচন তারা দেখেননি। শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ায় নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেন তারা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।